কলকাতা: মঙ্গলবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। শহরে আজ একদিকে রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল। অন্যদিকে চিকিৎসকদের আহ্বানে দ্রোহের কার্নিভাল। বিকেলে বৃষ্টির সম্ভাবনা বাড়ল দক্ষিণবঙ্গে। উপকূলের আশেপাশের জেলাগুলিতে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 


 আবহাওয়া দফতর জানাচ্ছে,  দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি খুব বেশিক্ষণ বা একটানা  হবে না। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টি চলবে।


মঙ্গলবার কলকাতা,হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। 


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরশু থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হবে। বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এটি আরও শক্তি বাড়িয়ে পদুচেরি উপকূলের দিকে এগোবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।


উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 


অন্যদিকে সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে । বেলা বাড়লে মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি আঞ্চলিক বৃষ্টি হবে। তাই কার্নিভালে খুব বেশি বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।  রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই থাকবে। সোমবার রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে । মঙ্গলবার দিনের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৮ থেকে ৯৩ শতাংশ। 


আরও পড়ুন:


আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।