পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : যাদবপুরে অভিনেত্রীকে 'কটূক্তি, মারধর' করার অভিযোগ। ভোররাতে অভিনেত্রীর বাড়ির কাছেই একটি গাড়ি থেকে ২ যুবক অভিনেত্রীকে কটূক্তি করেছেন বলে অভিযোগ। এ হেন আচরণের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে, দাবি অভিনেত্রীর। শ্যুটিংয়ের কাজ সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধু। বাড়ি ফেরার পথেই হামলার শিকার হন তিনি, এমনই অভিযোগ অভিনেত্রীর। তাঁর অভিযোগ, 'পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়েছে', এমনকি পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। থানায় বিষয়টি মিটমাট করে নিতে বলে পুলিশ, অভিযোগ অভিনেত্রীর। তাতে রাজি না হয়ে ওই ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন 'আক্রান্ত' অভিনেত্রী। অভিনেত্রীর বন্ধুদের বিরুদ্ধেও ঝামেলায় জড়ানোর পাল্টা অভিযোগ পুলিশের। জানা যাচ্ছে, গাড়ি পার্কিং ঘিরে গন্ডগোল, ২ পক্ষর বিরুদ্ধে মারপিটের অভিযোগ পুলিশের। শ্লীলতাহানি- সহ একগুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে, আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছে পুলিশ। 

অভিনেত্রীর অভিযোগ, কাজ সেরে ফিরছিলেন তিনি। বাড়ির সামনেই একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে দাঁড়ান তিনি। হঠাৎ করে পিছন থেকে একটা গাড়িতে আসেন তিনজন। কটূক্তি করতে থাকেন। আমি প্রতিবাদ করি। ওনারা গাড়ি ঘুরিয়ে আসেন। প্রথমে গাড়ির ভিতর থেকেই কটূক্তি, গালিগালাজ করছিলেন অকথ্য ভাষায়। এরপর ২ জন বেরিয়ে আসেন বাইরে। ১ জন গাড়িতেই ছিলেন। আমার বন্ধুরা ওনাদের আটকাতে যায়। তখন বন্ধুদের মারধর করে, ধাক্কাধাক্কি করে। এরপর আমিও এগিয়ে যাই ওদের থামাতে। আমাকেও ঘুষি মেরেছে। ধরে টানাটানি করেছে। বলতে থাকেন, মেরে দেব। কাল সকালে নিজেদের খুঁজে পাবেন। রাউন্ডে থাকা পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তখন ওই ২ জন পুলিশের উপরেও চড়াও হন।' অভিনেত্রীর আরও অভিযোগ, প্রথমে তাঁর এফআইআর নেওয়া হয়নি। পুলিশ তাঁকে বুঝিয়েছিলেন পরবর্তী পরস্থিতির কথা। বারবার মিটমাট করে নেওয়ার কথা বলে পুলিশ, অভিযোগ অভিনেত্রীর। প্রথমে অনড় থাকলেও, পরে অভিযুক্তদের সঙ্গে পুলিশের কথা মতো কথা বলে মিটমাট করতেও যান অভিনেত্রী। কিন্তু সেই সময় থানার মধ্যে পুলিশের সামনেই তাঁর সঙ্গে ওই ২ অভিযুক্ত অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। এরপর পুলিশের অভিযোগ দায়ের করেন তিনি। 

পুলিশ জানাচ্ছে, যাঁদের বিরুদ্ধে অভিনেত্রী অভিযোগ এনেছেন, তাঁরা একটি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রীর বাড়ির কাছেই আগড়ি নিয়ে দাঁড়িয়েছিল তাঁরা। সেই সময় শ্যুটিং সেরে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধুরা। সম্ভবত গাড়ি পার্ক করা নিয়ে সেই সময় ২ পক্ষের মধ্যে গন্ডগোল, বচসা হয়। বিবাদে জড়িয়ে পড়েন ২ পক্ষই। অভিনেত্রীর সঙ্গে থাকা বন্ধুদের সঙ্গেও মারপিট-হাতাহাতিতে জড়িয়ে পড়েন আরেক পক্ষ। ভোররাতে এভাবে রাস্তার উপর চড়াও হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং পুলিশ জানিয়েছে, আইন অনুসারে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ২ পক্ষই দু'পক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে খবর। 

গাড়ি পার্ক করা নিয়েই মূলত সমস্যা শুরু হয়েছে বলে অনুমান। অভিনেত্রীর গুরুতর অভিযোগ, পুলিশের সামনেই তাঁর উপর চড়াও হন অভিযুক্তরা। এমনকি পুলিশকেও তাঁরা রেয়াত করেননি। পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে। আর পুলিশের সামনেই অভিনেত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ফলত সব মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এর পাশাপাশি কলকাতা শহর কি আদৌ মহিলাদের জন্য সুরক্ষিত, নিরাপদ, সেই প্রশ্নটাও বারংবার উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ। ঠিক কী কী ঘটেছিল তা জানার চেষ্টা চল্লাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।