কলকাতা: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে ফেরা নিয়ে জল্পনার মধ্যেই নতুন ট্যুইট হিরণের (Hiran Chatterjee)। 'জয় শ্রীরাম' স্লোগান তোলা পুরনো ভিডিও পোস্ট হিরণের। তৃণমূলে প্রত্যাবর্তন-জল্পনায় মোড় ঘোরানোর চেষ্টা? উঠছে প্রশ্ন।  বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ ? মূলত অভিষেকের (Abhishek Banerjee) দফতরের ছবি ঘিরে তোলপাড়। 


অজিত মাইতির সঙ্গে ১০ জানুয়ারি অভিষেকের দফতরে হিরণের ছবি ভাইরাল । 'ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে প্রায় ৪০ মিনিট ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। পঃ মেদিনীপুরের তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে গিয়েছিলেন হিরণ। অভিষেকের সঙ্গে বৈঠকের পরে বিমানবন্দরে হিরণকে পৌঁছেও দেন অজিত মাইতি',হিরণের সঙ্গে অভিষেকের দফতরে ছিলেন আরেক বিজেপি বিধায়ক, কয়েকজন নেত্রী: সূত্র। হিরণের সঙ্গে ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক: সূত্র। তাহলে কি বিজেপি বিধায়কের তৃণমূলে যাওয়া সময়ের অপেক্ষা? বাড়ছে জল্পনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা। ২০২১-র ১৮ ফেব্রুয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায়। নামখানায় অমিত শাহের উপস্থিতিতে হিরণকে বিজেপি পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের পর এবার পঞ্চায়েত ভোট-২ বছরের মধ্যেই ফের দলবদলের জল্পনা। 


আরও পড়ুন, জেরার মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের !


 সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান নিয়ে কথা হয় হিরণের। কী শর্তে তিনি তৃণমূলে যোগ দিতে চান, সেবিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময় এই মর্মে খবর সম্প্রচারিত হলেও, হিরণ তা অস্বীকার করেন। ট্যুইট করে তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছেন তিনি। এই খবর সম্পূর্ণ মিথ্যা। সূত্রের খবর, বিজেপির এক শীর্ষ নেতা নাকি তাঁকে এই ট্যুইট করতে চাপ দিয়েছিলেন। অবশেষে, গত ১০ জানুয়ারি তিনি যে অজিত মাইতির সঙ্গে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন, সেই ছবি আজ প্রকাশ্যে চলে আসে। সেদিন  প্রায় ৪০ মিনিট অভিষেকের দফতরে ছিলেন হিরণ। বৈঠকে আরও দুই বিজেপি নেত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যেই একজন এই ছবিটি সামনে নিয়ে এসেছে বলে খবর। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, অজিত মাইতি নিজে সেদিন হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিলেন। ইন্দোরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপি বিধায়কের। বিমানে ইন্দোর পৌঁছন তিনি। অনেক রাতে ট্যুইট করে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটে যাননি।