কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এদিন কোর্টে পেশ করার সময়  অসুর রূপে মানিক সাজে চাকরি প্রার্থীরা। এমনকি আদালত চত্বরে দেখানো হয় জুতো পর্যন্ত। সরব হয় বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'চোরেদের জুতো পেটাই করা উচিত।' আর এবার এই ইস্যুতে মুখ খুললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)।


মানিক ইস্যুতে এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, 'আমরা মনে করি যে, অমিত শাহ-র বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, তিনি গ্রেফতার হয়েছিলেন, এবং সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল, সেইসময়, যেরকম তাঁকে খুনি বলে চিৎকার করে, তাঁর বিরুদ্ধে কোনও প্রোপাগণ্ডা করা ঠিক হতো না, সেইভাবেই আজকের ঘটনারও একইভাবে আমি নিন্দা করি। যতক্ষণ না সিবিআই-j বা ইডির অভিযোগ এবং যাকে গ্রেফতার করা হয়েছে, তাঁর অধিকার, নিজেকে নির্দোষ প্রমাণ করার, এগুলি যতক্ষণ না ফয়সলা হচ্ছে বিচারকের মাধ্যমে, ততক্ষণ বিজেপির কোনও অধিকার নেই, এইভাবে একটা ক্যারেকটার অ্যাসাসিনেশন করার, কারণ তারা বিচারক নয়।'


 নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হন মানিক ভট্টাচার্য।রাতভর জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে ইডি। বয়ানে অসঙ্গতি ও সহযোগিতা না করার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, খবর ইডি সূত্রের। ইডি সূত্রের খবর, গতকাল রাতে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সের সাততলায় ইডি-র অফিসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।  তারপর এদিনই আদালতে পেশ করা হয় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। মেয়ো রোডে দেখা যায় মানিক ভট্টাচার্যের সাজে অসুর সেজেছেন এক বিক্ষোভকারী। অপরজন দুর্গার সাজে। সেখানে ত্রিশূল হাতে অসুররূপী মানিককে বিদ্ধ করছেন দেবী। এখানেই শেষ নয়, আজ ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে নিয়ে যেতেই ওঠে ‘চোর চোর’ স্লোগান। শুধু তাই নয়, জুতোও দেখানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।         


আরও পড়ুন, অসুররূপে মানিক সাজলেন চাকরিপ্রার্থীরা, আদালত চত্বরে জুতো দেখানো হল পর্ষদের প্রাক্তন সভাপতিকে


প্রসঙ্গত, প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় তাঁকে সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান মানিক। সর্বোচ্চ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিংপিন বলে দাবি করে সিবিআই। এরপরই ১০ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যর রক্ষাকবচের মেয়াদ বাড়ায় সুপ্রিম কোর্ট।