আবির দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ইডি-র (ED)। পার্থর (Partha Chatterjee) পর জালে আরও এক শাসক বিধায়ক। এদিকে, আজ মানিক ভট্টাচার্যর গ্রেফতারের পর অভিনব প্রতিবাদ চাকরি প্রার্থীদের। ধর্মতলার মেয়ো রোডে দুর্গা, অসুর থেকে ইডি-পুলিশ সেজে, মানিক গ্রেফতারকে উদযাপন আন্দোলনকারীদের।                                             

  


মেয়ো রোডে দেখা গেল মানিক ভট্টাচার্যের সাজে অসুর সেজেছেন এক বিক্ষোভকারী। আরেকজন সেজেছেন দুর্গা। সেখানে ত্রিশূল হাতে অসুররূপী মানিককে বিদ্ধ করছেন পরাক্রমশালী দেবী। অন্যদিকে, আজ ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে নিয়ে যেতেই উঠল ‘চোর চোর’ স্লোগান। শুধু তাই নয়, জুতোও দেখানো হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।                                                          


এদিন, জোকা ইএসআইয়ে স্বাস্থ্য পরীক্ষার পর মানিককে আদালতে পেশ করা হয়। গতকাল সিজিও কমপ্লেক্সে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। ইডি সূত্রে বলা হয়েছে, বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ মানিকের বিরুদ্ধে।                                                                  


আরও পড়ুন, দেখানো হল জুতো, ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে চোর চোর স্লোগান


মানিকের গ্রেফতারির পর রাজ্য রাজনীতিতেও তোলপাড়। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির গ্রেফতারি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "আশা করব কেন্দ্রীয় এজেন্সি বিজেপির রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য কাজ করবে না।" অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "মানিক ভট্টাচার্যর গ্রেফতারিতে বাংলার মানুষ খুশি। একটা প্রজন্মের স্বপ্ন চুরমার হয়েছে। দুর্নীতির কিংপিনকে ধরতে হবে।"