আবির দত্ত, কলকাতা: করোনাকালে (Corona) ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই তৃণমূলের (Trinamool Congress) সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।


 সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ:  বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যে সমস্ত রাস্তা একমুখী থাকবে, সেগুলি হল,



  • উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট

  • কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণী

  • দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট

  • উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড

  • হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড

  • পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট

  • দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট

  • পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড

  • বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি।


স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত: ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের মহা সমাবেশ। তার জন্য যাতায়াতের দুর্ভোগ পোহাতে হতে পারে। এই আশঙ্কায়, আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। ক্যালকাটা গার্লস স্কুলের এর তরফে জানানো হয়েছে, একুশে জুলাই, অর্থাত্‍, বৃহস্পতিবার, তাদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে।পরিবর্তে সপ্তাহান্তে নেওয়া হবে অতিরিক্ত ক্লাস। পঠনপাঠন বন্ধ থাকবে DPS রুবি পার্ক, ডন বস্কো, পার্ক সার্কাস, গার্ডেন হাই স্কুল ও সেন্ট জেমস স্কুলে। বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমিতে। ২১ জুলাই কী করা হবে, এব্যাপারে, আগামী বুধবার সিদ্ধান্ত নেবে ক্যালকাটা বয়েজ স্কুল কর্তৃপক্ষ। দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে লা মার্টিনিয়ার স্কুলও। স্কুলে আসার সিদ্ধান্ত পড়ুয়াদের হাতে ছাড়ল মডার্ন হাই স্কুল।


আরও পড়ুন: College-University Admission: রাজ্যজুড়ে শুরু স্নাতকস্তরে ভর্তি, প্রথম দিনই বিধিভঙ্গের অভিযোগ