কলকাতা: সরেজমিনে রাস্তার হাল দেখতে গিয়ে, প্রশ্নের মুখে মেয়র ফিরহাদ হাকিম! হরিদেবপুরে মেয়রকে স্থানীয়রা বলেন, 'গড়িয়াহাট উড়ালপুলের অবস্থা দেখুন..পুজো এলে রাস্তা সারান, তারপরে যেই কে সেই। বাঁকুড়ার রাস্তা কত ভাল, কলকাতার রাস্তা এমন কেন?' ফিরহাদকে সরাসরি প্রশ্ন স্থানীয়দের।অস্বস্তির মুখে কলকাতার রাস্তায় কেবল পাতার সাফাই মেয়রের। প্রশ্নের মুখে পুজোর আগেই রাস্তা মেরামতির আশ্বাস ফিরহাদ হাকিমের।
এদিন স্থানীয় এক বাসিন্দা মেয়রকে সরাসরি অভিযোগ জানিয়ে বলেন, 'গেল পুজোর সময় যা ছিল, এখনও তাই। এই রাস্তাটা তো ছেড়েই দিলাম। রাস্তার কাজ হতেই পারে। ..পুজোর সময় আমাদের ১১৪ নং ওয়ার্ডে পিচ হয়ে যায়, আবার ধরুণ, এই যে ১-২ মাসে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় ঠিক হবে। এইটা একটু খেয়াল করুন।..' অভিযোগ শুনে ফিরহাদ হাকিম বলেন, আমরা যেটা করছি, সেটা হচ্ছে, হেভি ডেনসিটি রেন আসছে, রাস্তাগুলি খারাপ হয়ে যাচ্ছে। যেসকল জায়গায় এরকম সমস্যা হচ্ছে, আমরা...', যদিও মেয়রের সমাধানের পথ দেখানোর মাঝেই ফের মুখ খোলেন অভিযোগকারিনী স্থানীয় বাসিন্দা। স্পষ্ট বলেন, 'কিন্তু আমরা বুঝছি না স্যার। আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি, কলকাতার বাইরের অবস্থা। ধরুন যেমন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, রাস্তা খুব সুন্দর।'
প্রসঙ্গত,দিনের পর দিন বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে তারাতলা থেকে জিঞ্জিরাবাজার যাওয়ার রাস্তা। অভিযোগ, জোড়াতাপ্পি দেওয়া হলেও, হয় না কোনও স্থায়ী সমাধান। প্রায় একই পরিস্থিতি গড়িয়া বাজার থেকে সোনারপুর বা বারুইপুর যাওয়ার পথের। কবে মিলবে সমাধান? অপেক্ষায় স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা।রাস্তা দিয়ে কার্যত লাফিয়ে লাফিয়ে চলছে গাড়ি। বাস, মিনিডোর বা বাইক... এগোতে হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো দুলকি চালে! রাস্তার একহাত অন্তর অন্তর গর্ত। আর সেই গর্তে চাকা পড়ে ভারী লরি যেভাবে যাচ্ছে, তাতে যখন-তখন উল্টে যাওয়ার আশঙ্কা! ভয়ঙ্কর এই অবস্থা দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ তারাতলা রোডের। কোথাও পিচের প্রলেপ সরে বেরিয়ে এসেছে পথের কঙ্কাল। কোথাও একটু এদিক থেকে ওদিক হলেই ঘটতে পারে দুর্ঘটনা।পুজো এলেই যে দক্ষিণ কলকাতায় উপচে পড়ে ভিড়, সেখানেই বছরভর এভাবে বিপদের সঙ্গে লুকোচুরি খেলে ঝুঁকির যাতায়াত। তারাতলা থেকে জিঞ্জিরাবাজার যাওয়ার এই রাস্তা পেরনো যেকোনও চালকের কাছেই দুঃস্বপ্ন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)