কলকাতা: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে ৮ মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার মঙ্গলবার বিনয় ইস্যুতে শুভেন্দুকে আক্রমণ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এদিন কুণাল ঘোষ বলেন, 'বিনয় মিশ্রের সেই ঘনিষ্ঠ আত্মীয়, যাকে অভিযোগের তীরবিদ্ধ রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী জবাব দিন। ২০২১ সালে ২১ এবং ২২ সেপ্টেম্বর সেই ব্যাক্তির সঙ্গে শুভেন্দু অধিকারী মুখোমুখি করেছেন ? কি করেননি ? আমরা আশা করব , সেন্ট্রাস এজেন্সিগুলি , যে অভিযুক্তের কথা বলা হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী, এই দুজনের মোবাইলের টাওয়ার লোকেশন চেক করা হোক। শুভেন্দু অধিকারী কী কী প্রস্তাব দিয়েছে, অডিও ক্লিপে আছে। সেটিং করে দেবো। আমরা জানতে চাই, পুরোটা কি। আমরা কোর্টের তত্বাবধানে তদন্ত চাই। সেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অপেক্ষা করছেন। শুভেন্দু মামলাটা কখন করবেন ? এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলাটা করার সাহস হল না কেন ? শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন, বিনয় মিশ্রের সেই ঘনিষ্ঠ আত্মীয়, ২০২১ সালে ২১ এবং ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা নাগাদ শুভেন্দু আপনি দেখা করেছিলেন ? মুখোমুখি বৈঠক হয়েছে ? নাকি হয়নি ? হলে বলুন, না হলেও বলুন। এবং আমাদের এজেন্সির কাছে দাবি থাকবে, যাকে আপনারা অভিযুক্ত বলছেন, তার টাওয়ার লোকেশন এবং বিরোধী দলনেতা, এক জায়গায় ছিলেন কিনা, তদন্তের আওতায় আনা হোক।'
আরও পড়ুন, প্রদীপ, প্রসন্ন-র পর ইডির নজরে আরও ১
মূলত সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে ৮ মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এমনই দাবি করেন অভিষেক। এদিন, পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার উলুবেড়িয়ায় মিছিলের পর জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেও উঠে আসে বিনয় মিশ্রর সঙ্গে ফোনে কথোপকথনের প্রসঙ্গ। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য উঠে এসেছে ইডির হাতে। ৭৩১ কোটি টাকার একটা লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। যা লালা ওরফে অনুপ মাঝির মারফত করা হত বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্র- সহ ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে।এদিকে গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে আগে হুলিয়া জারি করেছিল সিবিআই। ইডি সূত্রে খবর, এর জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করেছে কেন্দ্রীয় সংস্থা। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ফেরার। ইতিমধ্যে তাঁর রাসবিহারীর বাড়ি অ্যাটাচ করেছে ইডি।