করুণাময় সিংহ, মালদা: ডিজে বাজানো নিয়ে বিবাদের জের। মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) মেলাপ্রাঙ্গনে ব্যাপক বোমাবাজি (Bomb Blast)। হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের। দুই গোষ্ঠীর সংঘর্ষ, কোনও রাজনীতি নেই। পাল্টা দাবি করেছে তৃণমূল (TMC)।
ঠিক কী ঘটেছে?
মেলায় ডিজে বাজানোকে কেন্দ্র করে সোমবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে মালদার কালিয়াচকের নাসিরটোলা। বোমাবাজির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেখানে দেখা যায় রীতিমতো মুড়ি মুড়কির মতো বোমাবাজি হচ্ছে।
ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, প্রথমে পরপর তিনটি বোমা ফাটানো হয়। কিছুক্ষণ পর আরও বোমা ফাটতে থাকে। রাতে মেলাপ্রাঙ্গনে কী হয়েছিল, তা সকাল হতে আরও পরিষ্কার হয়। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ফাটার চিহ্ন।
ওই এলাকার এক বাসিন্দা জানান যে মেলাকে কেন্দ্র করে প্রচুর বোমাবাজি হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। কংগ্রেস এক সদস্যর বাড়িতেও হামলা হয়েছে। এদিকে, মেলায় ডিজে বাজানোর নিয়ে বিবাদের সূত্রপাত হলেও, বোমাবাজি নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতি।
আরও পড়ুন, তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী ৩৬ ঘণ্টায় কোথায় কোথায় ভারী বর্ষণ?
স্থানীয় বীরনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের দখলে আছে। সেই পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্যের অভিযোগ, বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত কংগ্রেস সদস্য বলেন, "প্রথমে মেলা নিয়ে একটা গন্ডগোল চলছিল। তারপর ডিজে বাজানো হচ্ছিল। সন্ধের দিকে বলি বন্ধ করতে। এরপর আমি কাজে চলে যাই। রাত ১১টায় ফিরে দেখি ডিজে বাজছে। বলতে গিয়ে ঝামেলা বেধে যায়। ৭০-৮০টা বোমা ছোড়ে। আমারও পায়ে আঘাত লেগেছে। যারা বোমাবাজি করেছে, তারা সবাই তৃণমূল করে। আগে থেকে আমার উপরে রাগ রয়েছে, তাই এই ঘটনা। আমার বাড়িতেও হামলা চালিয়েছে।"
কংগ্রেস নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে, তৃণমূলের পাল্টা দাবি, ঘটনার পিছনে কোনও রাজনীতি নেই। বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক বলেন, "মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এটা একটা গ্রাম্য বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।"
স্থানীয় সূত্রে খবর, মেলার আয়োজন করেছিল ছারকাটোলার বাসিন্দারা। যদিও সোমবারের ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি কেউ। পুলিশ সূত্রে দাবি, ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।