কলকাতা: এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) আলিপুরে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে  শান্তিপ্রসাদ সিন্হা ( Santi Prasad Sinha) ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কে পেশ করতেই বাইরে বেরিয়ে এল বিস্ফোরক তথ্য। আর সেই ইস্যুতেই এবার মুখ খুললেন খোদ শাসকদলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।


তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'এই চাকরি বা শিক্ষক , বিষয়টা যেটা চলছে, সেটা যথেষ্ট উদ্বেগজনক।এবং একই সঙ্গে নিন্দনীয়।' এর পর অনেকটাই মমতার সুর টেনে তিনি বলেন,' এখানে যারা যারা জড়িত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।এবং তদন্ত তদন্তের মত চলছে। এই বিষয়ে দল কোনও মন্তব্য করবে না।' উল্লেখ্য, চারিদিকে যখন ইডি ঝড়, সবাই তখন মমতার মুখ খোলার অপেক্ষায় ছিল সারা বাংলা।  কেন্দ্রীয় এজেন্সির হাতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, ভুল করাটাও একটা অধিকার, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক।' অপরদিকে, এদিন বামনেতা মহম্মত সেলিম বলেছেন, ' এই ধরনের কমিটিটা তৈরি হয়েছিল, সেই তো শান্তিপ্রসাদ, মমতা করে দিয়েছিলেন না কমিটি ! সবাই যদি যুক্ত না হতেন, একা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি-র সম্ভব ছিল এত টাকা জোগাড় করার।'


আরও পড়ুন, মমতার মন্তব্যের প্রতিবাদ, ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করলেন বিজেপি বিধায়করা !


সিবিআইয়ের আদালতে, বৃহস্পতিবার আইনজীবীদের সওয়াল জবাবের পরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।কতজনকে জনকে টাকা বিনিময়ে নিয়োগ পত্র দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করেন বিচারক। সিবিআই-র আইনজীবী বলেন, অনেককেই। এরপরেই বিচারক বলেন, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ঠিক কতজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে ? সিবিআই-র অফিসার রিপোর্ট দিয়ে জানান, সেখানে বিস্তারিত উল্লেখ আছে। যদিও ২ মিডলম্যানের জামিনের আর্জির বিরোধীতা করে সিবিআই-র আইনজীবী বলেন,জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন প্রসন্ন রায়, প্রদীপ সিংহরা। কারন ওই দুজনই অযোগ্য চাকরি প্রার্থীদের ব্যক্তিগতভাবে চেনেন।সিবিআই-র আইনজীবীর তরফে দাবি করা হয়, স্কুল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শান্তিপ্রসাদ সিনহার। আর্থিক লেনদেন হত নগদে। বিনিময়ে দেওয়া হত নিয়োগপত্র বলে জানান সিবিআই-র তদন্তকারী অফিসার। সেই টাকা যেত মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহ-র মাধ্যমে।৫ অক্টোবর পর্যন্ত শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।