কলকাতা: সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের মসনদে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহরা (Sourav Ganguly)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) পরিচালনার দায়িত্ব কি সৌরভের হাতেই থাকবে? নাকি হাতবদল হবে দায়িত্ব?


ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভদের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে ১৮ অক্টোবর। সূত্রের খবর, সেদিনই বোর্ডের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হচ্ছে। মোট পাঁচটি পদে নির্বাচন হবে। বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড সচিব ছাড়াও নির্বাচন হওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে। 


বৃহস্পতিবার সবকটি রাজ্য সংস্থাকে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। সেখানে জানানো হয়েছে, ১৮ অক্টোবর মুম্বইয়ে হবে বার্ষিক সাধারণ সভা। আলোচ্যসূচিতে থাকবে আইসিসি-তে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে কে যাবেন এবং আইসিসি-র কর সংক্রান্ত বিষয়ও।


২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। আইসিসি সেই টুর্নামেন্টে কর ছাড় পেতে চায়। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় করে ছাড় দেয়নি ভারত সরকার। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে মোটা অঙ্ক কেটে নিয়েছিল আইসিসি। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ একই কারণে ভারত থেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিল আইসিসি। শেষ পর্যন্ত করোনা পরিস্থিতির জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।


এজিএমে ঠিক করা হবে, নভেম্বরে আইসিসি চেয়ারম্যান পদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কেউ লড়াই করবেন কি না। গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হচ্ছে। শোনা যাচ্ছে, সৌরভ হতে পারেন আইসিসি চেয়ারম্যান।


বোর্ডের অঙ্ক কি দাঁড়াবে? সৌরভের প্রেসিডেন্ট থেকে যাওয়ার সম্ভাবনা কম বলে শোনা যাচ্ছে। কেন? কারণ, সেক্ষেত্রে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ হবে সৌরভের। জয় শাহকে সচিব হিসাবেই থেকে যেতে হবে। এবং তারপরই বাধ্যতামূলক কুলিং অফে যেতে হওয়ায়, প্রেসিডেন্ট হওয়া আর হবে না অমিত শাহ-পুত্রর। বোর্ড সূত্রে খবর, জয় শাহ কখনওই চাইবেন না শুধুমাত্র সচিব থেকে বোর্ডে তাঁর পদাধিকারী থাকার গোটা মেয়াদ শেষ করে ফেলতে। সেক্ষেত্রে সম্মানজনক চুক্তি হতে পারে। সৌরভ হয়তো বোর্ডের পদের জন্য লড়াই করলেন না। তিনি আইসিসি-তে গেলেন। আর বোর্ড প্রেসিডেন্ট হলেন জয় শাহ।


১৮ অক্টোবরই ছবিটা পরিষ্কার হবে সকলের কাছে।


আরও পড়ুন: কাতারেই শেষ নয়, নিজের অবসরের বিষয়ে কী জানালেন রোনাল্ডো?