কলকাতা: বামেদের বইয়ের স্টলে হামলা এবং তার প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতারি নিয়ে একদিকে যেমন নিন্দার ঝড় উঠেছে। তেমনই পাল্টা এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির। ট্যুইটারে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।


কী বললেন কুণাল ঘোষ ?


 কুণাল ঘোষ এদিন টুইটারে লিখেছেন, 'বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূল কংগ্রেসেরও স্টল আছে। দৈনন্দিন রাজনীতি বাদ। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।' উল্লেখ্য, সোমবার রাসবিহারীতে বামেদের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফে ।তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছিল অভিযোগের আঙুল। এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বামনেতারা। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয় লালবাজারে । যদিও জিজ্ঞাসাবাদের পরে, লালবাজার থেকে কমলেশ্বর মুখোপাধ্যায় , বিকাশরঞ্জন ভট্টাচার্য্য-সহ অন্যান্য সিপিএম নেতাদের ছেড়ে দেওয়া হয়। 






ঠিক কী হয়েছিল ?


পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, রবিবার রাসবিহারীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেয় এবং মারধর করে কমরেডদের। এবং সেই ঘটনার প্রতিবাদেই রাসবিহারীতে শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে আমাদের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রচারের জন্য একটি অটোও মজুত রাখা হয়। ঠিক সেই সময়েই নাকি তৃণমূলের একাধিক দুষ্কৃতী তাঁদের দিকে ছুটে আসে এবং হামলা চালায় বলে অভিযোগ তোলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, পরিচালক আরও জানান, 'বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের ওপর হামলার চেষ্টা' করা হয়। পুরো ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তিনি। কমলেশ্বরের কথায়, 'ওই অঞ্চলে জমায়েত করা যাবে না, এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে।' আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যেকে যারা হামলার থেকে বাঁচাতে গিয়েছিলেন, গ্রেফতার করা হয় তাঁদেরকেও, বলে জানান তিনি।  পরিচালকের দাবি, 'যে কোনও গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং কন্ঠরোধ করার চেষ্টা এটা। গ্রেফতারির কোনও কারণ স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। কেবল বলা হয়েছে, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জমায়েত করা যাবে না'