কলকাতাঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। এই ঘটনায় টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেছেন , 'ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।'


 এসএসসি দুর্নীতি মামলার (SSC Scam) তদন্তে ইডি-র (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ? পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি।এসএসসি দুর্নীতি তদন্তে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র অফিসাররা। দোতলার একটি ঘরে চলছে জিজ্ঞাসাবাদ। নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং নেতাজিনগর থানার পুলিশ।এই ঘটনায় কুণাল ঘোষ বলেছেন,  'ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথা সময়ে বক্তব্য জানাবে।' 


শুক্রবার দিনভর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দেখা করতে না দেওয়া হয়নি। তবে রাত সাড়ে ১০টা নাগাদ ডেকে পাঠানো হয় তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউতকে। এছাড়া, কাউকেই দেখা করতে দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে চান পার্থ চট্টোপাধ্যায়।