জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি এটি একটি পুরসভা এলাকা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা নদীটিকে জলপাইগুড়ির টেমস নদী বলা হয়। অন্যদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলারই একটি অংশ ছিল আগে। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা গঠিত হয়। মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের প্রধান অংশটি এখন নতুন জেলা আলিপুরদুয়ার। এই অঞ্চলের সৌন্দর্য কেবল তার চা বাগানের মধ্যেই নয় ঘন জঙ্গলেও দৃশ্যমান। বাঘ, গণ্ডার এবং হাতির হরিণ, বাইসন, পাখি এবং বিভিন্ন ধরণের সরীসৃপ অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে।
দেখে নেওয়া যাক জলপাইগুড়ির আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি- ঝড়-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা
বাতাস- ৫ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা - ৯০ শতাংশ
সূর্যোদয়- ৪ টে ৫৫ মিনিটে
সূর্যাস্ত- ৬টা ২৩ মিনিটে
দেখে নেওয়া যাক আলিপুরদুয়ারের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্র- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি- ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে
বাতাস- ৫ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা - ৯১ শতাংশ
সূর্যোদয়- সকাল ৪টে ৫২ মিনিটে
সূর্যাস্ত- ৬টা ২৪ মিনিটে