কলকাতা: অভিষেকের তলবের দিনেই বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে। জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' সুকান্তের এই মন্তব্যের পরেই পালটা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণাল ঘোষ বলেন, 'বিজেপি নেতারা আগে থেকে বলে দিচ্ছেন। এবার অভিষেককে ডাকা হবে, এরপরে অভিষেকের অমুককে। যেভাবে বিজেপি নেতারাই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পরবর্তী পদক্ষেপ বলে বলে জনসমক্ষে এটা প্রমাণ করে দিয়েছেন, যে আইন, আইনের পথে চলবে। এটা তো তাঁরাই বোধহয় , চাইছেন না বা পছন্দ করছেন না। অথবা তাঁরা তাঁদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজেন্সিকে পরিচালিত করতে চাইছেন। সিবিআই, ইডি-তে ভাল অফিসারেরা নিশ্চয়ই রয়েছেন। কিন্তু তাঁদের পুরোদস্তুর রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি।' প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে যে তিনটি মামলা বারবার শিরোনামে আসছে, সেগুলি হল এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা। আর ইতিমধ্যেই এই তিন মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইমুহূর্তে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা এবং গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবং কয়লাপাচার মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন, ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব', বিস্ফোরক অভিষেক
মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,' অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক', বলেছেন মুখমন্ত্রী। পার্থ কারো সাপোর্ট না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তবে অভিষেকের জিজ্ঞাসাবাদ চলাকালীন 'আজকেই বড় কিছু ঘটতে পারে' বলে সুকান্ত-র ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা। তাহলে আজ কী ঘটতে চলেছে ? প্রশ্নের ঢেউ গোটা বাংলায়।