কলকাতা: কলকাতায় এসে নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনসল (Sunil Bansal)। এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। হাত ভাঙা বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পরে বেলেঘাটায় আহত বিজেপি কর্মী রীতা রজকের বাড়িতে যান তিনি। এরপর যান শ্যামবাজারে এক কর্মীর বাড়িতেও। কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক। এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।


হাওড়া ও কলকাতার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কাছেও তো যেতে পারতো: কুণাল ঘোষ


এদিন কুণাল ঘোষ বলেন, 'আসলে ওই সাইবেরিয়ান পাখিরা এসে মাঝে মধ্যে চলে যায় না! কৈলাস বিজয়বর্গীয় নামে কে একজন এল, গেল, অরবিন্দ মেনন -এল, গেল। আবার কেউ আসছেন, যাচ্ছেন। এই সব পরিযায়ী পাখি, এই সব হয় ! যাওয়ার ইচ্ছে হলে তো এসএসকেম আহত উপনগরপাল, যাকে বিজেপি খুন করার চেষ্টা করেছিল, তার কাছেও যেতে পারতেন ! হাওড়া ও কলকাতার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কাছেও তো যেতে পারতেন ! সব থেকে বড় কথা, তিনি এটা আগে বুঝুন, তাঁদের কীসের বাধা ? তাঁদের বিরোধী দলনেতা সেদিন বিনা বাধায় হেঁটে , চলে গেলেন পুলিশের গাড়িতে উঠে।' 


আরও পড়ুন,  'বেকারদের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে', টিটাগড় স্কুলে বোমাবাজিকাণ্ডে বিস্ফোরক দিলীপ


নবান্ন অভিযান ঘিরে উত্তাল হয় কলকাতা-হাওড়া


উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তাল হয় গঙ্গার দুই পাড়, কলকাতা-হাওড়া। সেখানে খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। এই অশান্তির মাঝেই এমজি রোডে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। । তবে শুধু মীনাদেবীই নয়, বিজেপি অভিযানে আহত অসংখ্য। জখম হন পুলিশ অফিসারও।  নবান্ন অভিযানের দিন আটক ইস্যুতে শুভেন্দু বলেন, 'ওনাকে পুরুষ পুলিশ মেরেছে, আর আমার কাছে মহিলা পুলিশ পাঠিয়ে দিয়েছে। টি শার্ট জিন্স পরে একদম জগিং করতে করতে চলে এসেছে।' ঘটনার দিন শুভেন্দুি বলেন, 'আপনার লেডি অফিসার আমার গায়ে হাত দিয়েছে। ও কেন আমার গায়ে কেন হাত ধরবে! ছবিগুলো থাকল।' তাঁকে গ্রেফতার করা হোক, দাবি তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতা, বিধায়কের রাস্তা আটকে পুলিশ মস্করা করছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু।