কলকাতা: সারদা চিট ফান্ডকাণ্ডে শুভেন্দুকে 'মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ' কুণালের। তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লেখেন, 'আমি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আমাদের উভয়ের কাছ থেকে বিবৃতি দেওয়ার পরিবর্তে, মিডিয়া এবং সমস্ত আগ্রহী ব্যাক্তিদের সামনে বিশেষত সারদা চিট ফান্ড কেলেঙ্কারির ইস্যুতে মুখোমুখি বিতর্কের আমন্ত্রন জানাচ্ছি। যদি আমাদের সাহস থাকে, তাহলে আমাদের কথা বলা উচিত। '
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই, শুভেন্দু-কুণালকে একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায়। তবে অনেকসময়ই নিশানায় স্ট্যান্ডআপ কমিডিয়ানের টাচ থাকে। তা সে শুভেন্দু 'বার্ণল নিয়ে বসুন' বলা হোক, কিংবা বীরভূমের বগটুইরকাণ্ডে বিজেপিনেতাদের তোপ দাগতে গিয়ে শুভেন্দুকে নিশানা, রাজ্যের প্রায় সব ইস্যুতেই প্রাক্তনীকে তোপ দেগেছেন কুণাল। যদিও একটুও পিছপা হননি শুভেন্দু, সুযোগ পেলেই কুণালের জেলে যাওয়ার কথা তুলে খোঁচা দিতে ছাড়েননি তিনি। যদিও তার কারণ হিসেবে পাল্টা তোপ দাগেন কুণালও। তবে এই প্রথম দল ছাড়ার পর শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ দিলেন তিনি।
আরও পড়ুন, নিশীথের কনভয় হামলাকাণ্ডে উত্তাল কোচবিহার, সিতাইয়ে পাল্টা 'অভিযোগ' তৃণমূলের
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরুর করার পর দীর্ঘ সময় ধরে চলে সারদা মামলা। এই প্রেক্ষাপটে রাজ্য পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম (সিট)-এর দায়ের করা একটি মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। ঘাটাল আদালতে চলা মামলা স্থানান্তর হয় আলিপুর এসিজেএম আদালতে। কুণাল ঘোষের বিরুদ্ধে করা মামলায় এমনই নির্দেশ দেয় ঘাটাল আদালত। ২০১৪ সালে কুণাল ঘোষের বিরুদ্ধে করা এই মামলায় কুড়ি সাল তখন পার। কিন্তু সেসময় চার্জশিট দিতে পারেনি সিট। সেবার সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল বলেছিলেন, ‘একটি মামলায় আমায় গ্রেফতার করা হয়েছিল। তারপর ৬ বছর পেরিয়েছে। আমার বিরুদ্ধে কোনও চার্জশিট দেওয়া হয়নি, যে কদিন হাজিরা দিতে এসেছি সে কদিন এসিজেএম নেই।‘ যদিও সেসময় ২০ সালের কথা। তার মাঝে অনেক জলই গড়িয়েছে। তবে এবার শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ দিলেন কুণাল ঘোষ।