কলকাতা: এসএসসিকাণ্ডে এমনিতেই উত্তাল  রাজ্য-রাজনীতি। তার উপর দোসর কয়লাকাণ্ড (Coal Scam)। সদ্য কয়লাপাচার মামলায় ইডি-র তলব শেষে তৃণমূলের যুরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একের পর এক তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। এদিকে বিজেপি যোগের পর থেকেই অন্যদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) তোপের মুখোমুখি বারংবার অভিষেক। কখনও 'তোলাবাজ ভাইপো', কখন 'চোর', একের পর এক স্লোগান উড়ে এসেছে শুভেন্দুর দিক থেকে। তবে এবার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতেই, অভিষেককে অসম্মান করায় তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ, শশী পাঁজা (Kunal Ghosh , Shashi Panja)।


এদিন শশী পাঁজা বলেন, আমি জন মানুষের সেবার জন্য এসেছি। আমি নির্বাচিত হয়েছি মানুষ দ্বারা। সেখানে আমার মত না মিলতে পারে অনেকের সঙ্গে। কোনও দলের সঙ্গে, দলের ব্যক্তির সঙ্গে। ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু এইভাবে রাজনীতিকে তলানিতে নামবেন না। আপনি অন্য কোথাও সরে দাঁড়ান , অন্য জগতে চলে যান। কোনও ব্যাক্তিকে যদি অপমান করি, তাহলে আমরা নিজেও অপমানিত। আজকে আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, একটি কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ, মায়ের সন্তান , অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর পিতৃপরিচয় নিয়ে যে প্রশ্নটা তুলেছেন শুভেন্দু অধিকারী, তার দায়িত্বজ্ঞানহীনতা, এই অপমান, এটার জবাব তাঁকে দিতে হবে।আজকে আমি বলি, পশ্চিমবাংলার এটা কিন্তু কালচার নয়। এটা তাঁর নেতা, যিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, যিনি নারী শক্তির কথা সকালে বলেন, আর সন্ধ্যাবেলা নারী ধর্ষকদের ছেড়ে দেন, এটা তাঁদের ভাবনা চিন্তা হতে পারে। নারীশক্তিকে অপমান করা, নারীকে অপমান করা, নারীর অবক্ষয়ের কথা বলা, একজন মাকে অপমান করা, আজকে তিনি আমাদের সন্তানের মতো অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে যে অপমান করা হয়েছে, আমি তার তীব্র...আমি ভাষা খুঁজে পাচ্ছি না।'


আরও পড়ুন,  এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে নাম থাকছে পার্থ, অর্পিতা-র


অপরদিকে তারই কথা টেনে কুণাল ঘোষ বলেন, দেখুন যে বিষয়টা শশী পাঁজা খুব স্পষ্টভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে, রাজনীতিতে বিরোধীতা থাকবে, তীব্র বিরোধীতা থাকবে, কিন্তু সেটা যদি পিতৃপরিচয় তুলে লক্ষ্যবস্তুকে আক্রমণ করা হয়, এতো অভিষেককে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি থেকে এখানকার নেতারা, সেটা তো স্পষ্ট। ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি অভিষেক অভিষেক অভিষেক, কুৎসিত আক্রমণ। আরে অভিষেক তো বড় নেতা, নিজেকে তৈরি করছে, কিন্তু বয়েসে তো আমাদের থেকে ছোট, এটা কী হচ্ছে, একটি ছেলেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, ... এটা বিজেপির কালচার বলেই এটা সম্ভব। যে একটা ছেলের পিতৃপরিচয় তুলে একটা নিম্নরুচির মন্তব্য, তাতে যারা হাততালি দিচ্ছেন, তাঁদেরও বোধহয় এই ধরণের মানসিকতা।