Honor Pad 8: ভারতে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Honor সংস্থা। বহুদিন পর দেশে কোনও ডিভাইস লঞ্চ করবে এই কোম্পানি। শোনা যাচ্ছে, লঞ্চ হতে পারে Honor Pad 8। খুব তাড়াতাড়িই এই ডিভাইস দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Honor Pad 8। সেই ভ্যারিয়েন্টের মতোই এই ডিভাইসের স্পেসিফিকেশন হবে বলে অনুমান করা হচ্ছে। জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছিল Honor Pad 8। ভারতের বাজারে এই ট্যাব অন্যান্য সংস্থার ট্যাবলেটের সঙ্গে দারুণ ভাবে পাল্লা দেবে বলে অনুমান বিশেষজ্ঞদের।


ভারতে Honor Pad 8 কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ট্যাবলেটের নাম দেখা গিয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের Honor Pad 8- এর সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ Honor Pad 8- এর ভারতীয় ভ্যারিয়েন্টে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। রিয়েলমি প্যাড এক্স ট্যাবের সঙ্গে Honor Pad 8 জোরদার প্রতিযোগিতায় নামবে বলে মনে করছেন অনেকেই। এই ট্যাবে আবার রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।


ভারতে Honor Pad 8 ট্যাবের দাম কত হতে পারে


চিনে Honor Pad 8 লঞ্চ হয়েছিল CNY 1,499- ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকায়, ভারতীয় ভ্যারিয়েন্টের দাম এর থেকে কিছুটা কম হবে বলে অনুমান। ফ্লিপকার্ট থেকে Honor Pad 8 কিনতে পারবেন আগ্রহীরা।


Honor Pad 8- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


এই ট্যাবের গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে ভারতীয় মডেলের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। অতএব এই ট্যাবের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।



  • এই ট্যাবে রয়েছে ১২ ইঞ্চির ২কে ডিসপ্লে। তার উপর রয়েছে TUV Rheinland সার্টিফিকেশন। ব্লু লাইট থেকে প্রোটেকশনের নিরিখে এই সার্টিফিকেশন দেওয়া হয়। অর্থাৎ এই ট্যাবের স্ক্রিন ইউজারদের চোখের জন্য যে ভাল সেকথা বোঝা গিয়েছে।

  • এই ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

  • ট্যাবের ডিসপ্লে এবং ব্যাক প্যানেল, দুইয়ের উপরেই রয়েছে একটি করে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। Honor Histen এবং DTS:X Ultra ফিচারের সাপোর্ট যুক্ত আটটি স্পিকার।

  • এই ট্যাবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ইউএসবি অন দ্য গো অপশন। এছাড়াও রয়েছে ৭২৫০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। এছাড়াও এই ট্যাবে রয়েছে


আরও পড়ুন- এবার হোয়াটসঅ্যাপেও আসছে 'এডিট' অপশন, কী সুবিধা পাবেন ইউজাররা