কলকাতা: পঞ্চায়েত ভোটের ইস্যুতে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারির পর কড়া প্রতিক্রিয়া কুণাল ঘোষের (Kunal Ghosh)। উল্লেখ্য,পঞ্চায়েত ভোটে (Panchayat Election) কাঠি পড়তেই অস্ত্র-হুঙ্কার, প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি, রাজ্য বিজেপির সভাপতির সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বর্ধমানে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধমক-চমক আর দেখতে রাজি নই। মায়ের উপর আঘাত এলে হাতে অস্ত্র তুলতে বাধ্য হব।' এরপরেই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
এগুলি আসলে নাচতে না জানলে , উঠোন বাঁকা : কুণাল ঘোষ
কুণাল ঘোষ বলেন, এর আগেও আমি বলেছি, সুকান্ত শিক্ষানবিশ। গতকাল তো দেখলাম, ওদের দলের লোকজন, সৌমিত্র খা বলে ওদের দলের সদস্য বলছেন, অনভিজ্ঞ। তো তাঁর মুখ থেকে আর কী কথা বের হবে, বলে এদিন সুকান্তকে কটাক্ষ করেন কুণাল। এই একুশের বিধানসভা ভোট গেল, তখন তো কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দীর্ঘ দফায় ভোট করেও তো এরা হেরেছে বলে তোপ দাগেন তিনি। সুকান্ত মজুমদার সে নাকি, রাজ্য বিজেপির সভাপতি ! বালুরঘাটে যেই ওয়ার্ডে থাকেন, সেই ওয়ার্ডটা জিততে পারেন না। এগুলি আসলে নাচতে না জানলে , উঠোন বাঁকা।
মায়ের উপর আঘাত এলে হাতে অস্ত্র তুলতে বাধ্য হব: সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার বলেন, ’দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়ব। এই রানিকে খান খান করে ছাড়ব। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কাউকে চোখ দেখাবে, ধমকাবে, চমকাবে, আমরা একবছর দেখে নিয়েছি আর আমরা দেখতে রাজি নই। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি যে, আমরা শান্তিপ্রিয় ছেলে মায়ের, কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতে তুলতেও ভয় পাই না। মায়ের ওপর যখন আঘাত আসবে, তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হই। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে নিজের নিজের অঞ্চলকে নিজের নিজের দুর্গে পরিণত করুন, যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে না পারে, এই প্রতিজ্ঞা করুন, তবেই বিজয়া সম্মিলনী সফল হবে।'
আরও পড়ুন, 'মমতার ধর্নামঞ্চ, বিক্ষোভের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল', চাঞ্চল্যকর দাবি রবীন্দ্রনাথের
সামনে পঞ্চায়েত নির্বাচন
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে বড় খবর। সম্ভবত আগামী বছর মার্চ-এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন হতে পারে, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট, এমনই ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে। সেই মতো বুধবার ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারিতে প্রকাশিত হতে পারে নির্বাচনী বিজ্ঞপ্তি। ভোটগ্রহণ সম্ভবত মার্চ-এপ্রিল মাসে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ২০টি জেলার খসড়া তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনও রকম সমস্যা থাকলে ২ নভেম্বর পর্যন্ত জেলাশাসক এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে। তার পর নভেম্বরের শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ। এখনও পর্যন্ত রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পরিকল্পনা রয়েছে।পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগামী বছর জানুয়ারি মাসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে ফেব্রুয়ারির আগে ভোট হওয়ার সম্ভাবনা নেই বলে কমিশন সূত্রে খবর। ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি পদ সংরক্ষণের কাজ শুরু হবে।