কলকাতা: মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী ( Madhyamik Candidate)। মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের (Board)। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সচেতন করার পরামর্শ শিক্ষকদের। পরীক্ষার (Exam) আগে এবং শেষে তুলতে হবে ছবি। ভাঙচুরের ঘটনা ঘটলে জানাতে হবে পর্ষদকে।
পরের বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) কবে জানিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। গত বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়। পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। প্রায় বছরই অসাধারণ ফলাফল করছে পূর্ব মেদিনীপুর। গতবারও সেই ধারা অব্যাহত রেখেছিল তারা। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। বারবার জেলার এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল। এরপরে রয়েছে- কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতা। এই তিন জেলায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।
একনজরে পরের বছরের মাধ্যমিকের সূচি-
মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী,
- আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
- দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
- ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
- ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা
- জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
- ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
- ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
- ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।
আরও পড়ুন, বিল বাড়াতে আইসিসিইউ-তে ডেডবডি ! কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার ?
অপরদিকে, করোনা অতিমারির কারণে গত দুটো বছর প্রভাব পড়েছিল পড়াশোনা থেকে পরীক্ষায়। চলতি বছর প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা হয়েছে। আগামী বছর থেকে আগের কায়দায় পরীক্ষা হবে। আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন যে, চলতি বছর করোনা অতিমারির কথা মাথায় রেখে হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আগামী বছর এই নিয়মে পরীক্ষা হবে না। বরং আগের নিয়মেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে না। যেভাবে পরীক্ষার্থীদের সিট পড়ত, সেভাবেই হবে।