আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : ফ্ল্যাটের পাশ থেকে দোকান সরাতে চাপ দেওয়া হয়েছিল ? রাজি না হওয়ায় দোকানের মালিককে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল হরিদেবপুরের পূর্ব পাড়া (Haridevpur Purba Para)। বিক্ষোভের মুখে পড়ল পুলিশ (Police)। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জোর করে অ্যাসিড (Acid) খাওয়ানোর কথা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ নেই।


ভয়াবহ অভিযোগ


এক মহিলাকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগে, তুলকালাম কাণ্ড দক্ষিণ কলকাতার হরিদেবপুরে! দফায় দফায় চলল বিক্ষোভ, ক্ষোভে মুখে পড়ল পুলিশও। ফ্ল্যাটবাড়ির পাশে এই ছোট্ট মুদি দোকানের মালিকের মৃত্যু ঘিরেই যত গন্ডগোলের সূত্রপাত। মৃতার পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই দোকান সরানোর জন্য চাপ দিচ্ছিলেন ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দা। মহিলা (Woman) রাজি না হওয়ায় অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে তাঁকে। 


এই ঘটনায় ফ্ল্যাটের ৪ আবাসিকের বিরুদ্ধে হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ গেলে, তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ফ্ল্যাটবাড়ি (Flat) লাগোয়া জমিতে রয়েছে এই দোকান। মৃতার ছেলে-মেয়ের দাবি, তাঁদের মা এই দোকানঘর কিনেছিলেন। কিন্তু এই দোকান সরানোর জন্য লাগাতার চাপ দিচ্ছিলেন ফ্ল্যাটের কয়েকজন আবাসিক। মৃতের পরিবারের অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন পাশের আবাসনের কয়েকজন বাসিন্দা। রাজি না হওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। একজন পলাতক।


হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা


অভিযোগ রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ এই ফ্ল্যাটবাড়ির সামনে পড়েছিলেন দোকানের মালকিন। মহিলাকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযোগের প্রেক্ষিতে ফ্ল্যাটের ৩ আবাসিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অ্যাসিড খাওয়ার প্রমাণ মিলেছে। তবে তা জোর করে খাওয়ানো হয়নি।



আরও পড়ুন- 'কাঁকর ছাড়া ঢেকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে' পঞ্চায়েত ভোটের প্রাক্কালে হুঙ্কার মদন মিত্র-র