কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।
প্রসঙ্গত, মহালয়ার সকালে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে দেবী মূর্তির চক্ষুদান। মৃন্ময়ীর চোখে-মুখে জল ছিটিয়ে মায়ের ঘুম ভাঙালেন শিল্পী ভবতোষ সুতার। লাল পাড়া সাদা শাড়ি পরে উলু দিয়ে, শাঁখ বাজিয়ে ঢাকের তালে দেবীকে বরণ করলেন এলাকার মহিলারা। এবার শতবর্ষে পা দিল টালা প্রত্যয়ের পুজো। এবারের থিম,‘বীজ অঙ্গন’। মহালয়ার দিন দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে মাতৃ প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা। ৯১ বছরে পা দিল এই পুজো। এবারের থিম আত্মশুদ্ধি। বর্তমান পরিস্থিতিতে নিজেকে সব কলুষতা থেকে মুক্ত করে আরও ভাল করে গড়ে তোলার বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করলেন শিল্পী।
বাগবাজারে সারদা মায়ের ঘাটে তর্পণ সারলেন শমীক ভট্টাচার্য। বিগত দিনগুলিতে যতজন বিজেপি কর্মী নিহত হয়েছেন, তাঁদের সবার উদ্দেশে তর্পণ করেছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, 'এটাতো শুধু, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে। যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন। কীট-পতঙ্গ-সকলের উদ্দেশ্যেই, সকলকে স্মরণ করতেই, আজকে আমাদের ভারতীয় সংষ্কৃতি আমাদের সভ্যতা আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকি উজ্জাপণ মাত্র। প্রতিবছর এই তর্পণ করতে আসা, শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্য নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি। আমাদের যত শহিদ হয়েছেন গত ১০ বছরে, সেই সংখ্যাটা, এখন পর্যন্ত ২৮৭। তাঁদের কথাও স্মরণ করলাম আজকে। ২০২১ সালের পর ২৭ দিনে, আমাদের ৫৬ জন কর্মী খুন হয়ে যান। মহিলা খুন হন। তাঁদের সকলের উদ্দেশ্যে স্মৃতিচারণ এবং জল অর্পণটাই আজকের কাজ। '
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)