কলকাতাঃ স্বাধীনতা দিবসের (Independence Day 2022) সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি টুইটে লিখেছেন, স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।






 


ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের মুহূর্তে সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার-এ মনীষীদের ছবি আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেকের প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইলে ইতিমধ্যেই তেরঙ্গা ছবি আপলোড করেছেন গেরুয়া শিবিরের নেতারা। পাশাপাশি কংগ্রেসের নেতারা স্বাধীনতা দিবসে অন্যভাবে দিনটিকে স্মরণ করছেন। তাঁরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে স্থান দিয়েছেন।


আরও পড়ুন, 'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', হুমকি সৌগত-র


আজ রেড রোডে কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।প্রতি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার।ভোর থেকেই একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন।মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নের্তৃত্ব দেবেন। লালবাজারের তরফে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদের থাকার কথা রেড রোডে।রেড রোডে নজরদারির জন্য মোট ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার।কলকাতার সব গুরুত্বপূর্ণ জায়গায়  নজরদারি চালাবে পুলিশ।শহরের মেট্রো বাজার,দর্শনীয় স্থান, অফিস চত্বর-সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে।