কলকাতা: বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ঝাড়গ্রাম সফরে (Jhargram) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে শুরু হয়েছে তৎপরতা। তবে ঝাড়গ্রামে একদিনের ঝটিকা সফর সেরে কলকাতায় (Kolkata) ফেরার কথা। উল্লেখ্য, চলতি বছরে মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, এদিন বিনপুর ২ ব্লকের বেলপাহাড়িতে একটি সরকারি সভা করতে পারেন মমতা। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষেই মূলত এই সফর বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরে মে মাসে ঝাড়গ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছিলেন মমতা। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক ছিল। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী।
অপরদিকে, এই মুহূর্তে অখিল গিরি ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। রাষ্ট্রপতিকে (President) অখিল গিরির (Akhil Giri) অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী । 'অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।'বললেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে বলেন মুখ্যমন্ত্রী, ‘ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন, পেট্রল-ডিজেলের কী দাম কলকাতায় ? রইল দেশের ১০ শহরের জ্বালানির দর
প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য জেরে তাঁর গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা করেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। ট্যুইটারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।'