Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Fire Boltt Ring Plus। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯১ ইঞ্চির একটি এইচডি ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড। অনলাইনেই কেনা যাচ্ছে এই স্মার্টওয়াচ। জানা গিয়েছে Fire Boltt Ring Plus স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে নেভি ব্লু, গোলাপি, লাল, সাদা এবং কালো রঙে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। ভারতে Fire Boltt Ring Plus স্মার্টওয়াচের দাম ২৪৯৯ টাকা। 


Fire Boltt Ring Plus স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে রয়েছে চৌকো আকৃতির ডায়াল। তার ডানদিকে রয়েছে একটি ক্রাউন বাটন। অনেকতা অ্যাপেল ওয়াচের মতো দেখতে এই ডিজাইন।

  • নতুন এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই স্মার্টওয়াচ সহজে নষ্ট হবে না।

  • একাধিক হেলথ ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। হার্ট রেট মনিটর, SpO2 সেনসর, স্লিপ ট্র্যাকার রয়েছে এই ডিভাইসে। এছাড়াও রয়েছে সেডেন্টারি এবং হাইড্রেশন ওয়ার্নিং।

  • Fire Boltt Ring Plus স্মার্টওয়াচে ১০০-র বেশি যে স্পোর্টস মোড রয়েছে সেই তালিকায় যুক্ত রয়েছে ফুটবল, বাস্কেটবল, টেনিস, ক্লাইম্বিং এবং আরও অনেক কিছু।

  • ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে রয়েছে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। এছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। ইনবিল্ট কিছু গেমসও রয়েছে এই স্মার্টওয়াচে।

  • জানা গিয়েছে, এই স্মার্টওয়াচ ফোনের সঙ্গে যুক্ত থাকলে নোটিফিকেশন পাবেন ইউজাররা। দেখা যাবে কল হিস্ট্রি, কনট্যাক্ট এবং ডায়াল প্যাড। পাওয়া যাবে আবহাওয়ার আপডেট। নিয়ন্ত্রণ করা যাবে ক্যামেরা ও মিউজিক। 


boAT Wave Ultima


সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে boAT Wave Ultima স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের দাম ভারতে ২৯৯৯ টাকা। raging red, active black এবং teal green রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়নি। এই স্মার্টওয়াচে রয়েছে সিলিকন স্ট্র্যাপ। বোট কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে।  এই স্মার্টওয়াচে রয়েছে একটি অলওয়েজ অন ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে রয়েছে crack resistance protection ফিচার। অর্থাৎ আচমকা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বোট ওয়েভ আল্টিমা স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ – এর সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি ইনবিল্ট স্পিকার এবং কলিং পরিষেবা জন্য একটি মাইক্রোফোন।


আরও পড়ুন- রিয়েলমি টেকলাইফের নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে