কলকাতা: ফের অগ্নিকাণ্ড কলকাতায়। বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় লেলিহান শিখা। প্লাস্টিক ও টায়ারের গুদামে আগুন লেগেছে বলে খবর।  ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রান্সফর্মার থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি-গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ, রণক্ষেত্র আমডাঙা ! 'IC-র প্ররোচনাতেই..' 

একে ঘিঞ্জি এলাকা, তার উপর দমকা হাওয়া, সবমিলিয়ে বিধ্বংসী আগুন নেভাতে কাল ঘাম ছুটছে দমকল কর্মীদের। আগুনের বহর এতটাই বেড়ে গিয়েছে যে, কালো ধোঁয়া কুণ্ডলী পাঁকিয়ে উপরে উঠতে দেখা যায়। ধোঁয়ার জন্য সামনে রাস্তাও প্রায় অন্ধকার হয়ে আসে। জানা গিয়েছে, ধাপার ওই গুদামে মূলত দাহ্য বস্তু থাকার জন্য ভয়াবহ আকার নেয় ওই আগুন। লেলিহান শিখাকে বুজিয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আগুন গুদাম ছেড়ে আশেপাশের দিকেও ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই দমকলের ৬ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

গত কয়েকমাসে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে কলকাতায়। কখনও গ্যাস সিলিন্ডার, কখনও শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা সামনে আসছে। সম্প্রতি ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন ছড়িয়েছিল।   লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৪ টি ঝুপড়ি। কিছুই অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। সেবার ঘটনাস্থলে গিয়ে ফিরহাদ বলেছিলেন বলেন, ' আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি ।  এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকতো না থাকতো কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। '

সম্প্রতি তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ২০০ টিরও বেশি ঝুপড়ি। স্থানীয়দের চোখে-মুখে এখনও আতঙ্ক। আচমকা সবকিছু হারিয়ে দিশেহারা বহু মানুষ।  সরকারি তরফে দুর্গতদের কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়। তাঁদের ফের ঝুপড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েকটি স্কুল ও ক্লাবঘরে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)