কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা: পাহালগাঁও হামলার পর সারা দেশে ক্ষোভের বিস্ফোরণ। জঙ্গিদের কড়া জবাব দিক সেনা, চাইছে ১৪০ কোটির দেশ । প্রধানমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছেন, সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না। ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন চালাচ্ছে সেনা। অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বেছে বেছে ধ্বংস করা হচ্ছে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত জঙ্গিদের বাড়ি । পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন ' মুজাহিদিন' জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। 

প্রশ্ন উঠছে, 'মুজাহিদিন' যে সন্দেহভাজন জঙ্গি জানত পরিবার? অভিযুক্ত 'মুজাহিদিনের' বোন সংবাদ সংস্থাকে জানিয়েছেন,  ত্রালে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। উর্দি পরা এক ব্যক্তি বাড়ির উপরে বোমা সদৃশ কোনো বস্তু রেখেছিল। এরপর বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়।  সন্দেহভাজন জঙ্গির বোনের দাবি, তারা নির্দোষ। তবুও তাদের বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে। 

তবে সেনা একপ্রকার নিশ্চিত, ২২ তারিখের হত্যালীলার অন্যতম পাণ্ডা ছিল এই মুজাহিদিন। সন্দেহভাজন জঙ্গির বোন জানালেন,   "আমার এক ভাই জেলে আছে, আরেক ভাই 'মুজাহিদিন' এবং আমার দুই বোনও আছে। আমার মা-বাবা আছেন। পরশু থেকেই আমার পরিবারের লোকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আমি জানতাম না। আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমি কিছুই জানতাম না। আমাকে আজ ডাক্তারের কাছে যেতে হবে বলে আমি পরিবারের লোকজনকে ফোন করে জানিয়েছিলাম যে আমি আসব। যখন আমি শ্বশুরবাড়ি থেকে এখানে এলাম, তখন আমি আমার বাবা-মা এবং ভাই-বোনদের তাদের বাড়িতে পেলাম না । সন্ধে ৬টায় পৌঁছে আমি এখানে কাউকে পেলাম না। ''

'নিরাপত্তাবাহিনী আমাকে প্রতিবেশীর বাড়িতে যেতে বলল'

তিনি আরও জানান, ''পুলিশ বাড়ির সকলকে নিয়ে গেছে। আমার মাকেও নিয়ে গেছে, আমার দুই বোন এবং আমার বাবাকে তিন দিন আগেই নিয়ে গেছে। যখন আমি এখানে বসে ছিলাম, তখন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এসে আমাদের সকলকে বাড়ির বাইরে বের করে দিল। ওরা আমাকে এক প্রতিবেশীর বাড়িতে যেতে বলেছে। ওরা বলছে, আপনি ওখানে চলে যান এবং বাড়িতে যত ছাগল-বেড়াল আছে সব বের করে দিন। সবকিছু বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

'বাড়িতে বোমা সদৃশ কোনো বস্তু রাখা হয়েছিল'

সন্দেহভাজন সন্ত্রাসবাদীর বোন আরও জানিয়েছেন, ''আমি এখান থেকে বসে দেখছিলাম যে একজন লোক বাড়ির গুদামের উপরে উঠে বোমা সদৃশ কোনো বস্তু রেখেছে। যে বিস্ফোরণ ঘটিয়েছে সে নিজেই রেখেছে। অন্ধকার ছিল তাই আমি তার মুখ দেখতে পাইনি। কিন্তু একজনকে সেনার পোশাকে দেখেছিলাম। ''

বাড়ি থেকে এখন কারা কারা গ্রেফতার হয়েছে? এই প্রশ্নের উত্তরে অভিযুক্ত সন্ত্রাসবাদী 'মুজাহিদিনে'র বোন জানিয়েছেন, ''আমার দুই বোন, যারা অবিবাহিত, আমার বাবা এবং আমার মা।

পহেলগাঁও হামলায় কি মুজাহিদিন জড়িত ছিল?

যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে পাহালগামে যে হামলা হয়েছে, তাতে কি তোমার ভাই জড়িত ছিল? এ ব্যাপারে তিনি বলেন, ''আমরা কিছুই জানি না। সে যাক, সরকার যাক, তাদের কাজ, তাদের দায়িত্ব যে তারা আমার ভাইকে ধরবে। তারা কোথা থেকে ধরবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা পরিবারের লোকজন নির্দোষ। আমরা নির্দোষ। এই পুরো বাড়িচা আমার তিন চাচার। এর মধ্যে দুটি ঘরই শুধুমাত্র আমাদের। ওরা পুরো বাড়িটাই নষ্ট করে দিয়েছে। চারজনকে থানায় আটকে রাখা হয়েছে, বাড়িতে কেউ ছিল না।''