হিন্দোল দে ও আবির দত্ত, কলকাতা: গয়না চুরির তদন্ত চলাকালীন পুলিশি হেফাজতেই তরল খেয়ে আত্মঘাতী হলেন অভিযুক্ত (Kolkata Death News)। মুকুন্দপুরে এক মহিলার ফ্ল্যাটে ভবানীপুর থানার পুলিশের উপস্থিতিতে আত্মঘাতী হন তিনি। হেফাজতে মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানা (East Jadavpur Police Station)। তরলটি কী ছিল? মৃত্যুর সঠিক কারণ কী? মহিলার সঙ্গে মৃতের কী সম্পর্ক? খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশি হেফাজতেই আত্মঘাতী: শহরে ফের পুলিশি হেফাজতে মৃত্যু হল এক ব্যক্তির। তদন্ত চলাকালীন পুলিশের সামনেই তরল খেয়ে আত্মঘাতী হলেন তিনি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে। মৃতের নাম কণাদ চক্রবর্তী (৪৩)। পঞ্চসায়য় এলাকার শতাব্দী পার্কে থাকতেন তিনি। অভিযোগকারিণীর দাবি, গত ২৬ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটে। বার বার থানায় গিয়েও কাজ না হওয়ায় লালবাজারের দ্বারস্থ হন। পরে লালবাজারের নির্দেশে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়।
ভবানীপুর থানা সূত্রে খবর, গত ২ জানুয়ারি, গয়না চুরির অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর দাবি, কণাদ তাঁকে দিদি বলতেন, এবং প্রায়ই বাড়িতে আসতেন। সুযোগ বুঝে, একদিন কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করেন কণাদ। কিন্তু অভিযুক্ত মোবাইল ফোন ব্যবহার না করায় তাঁকে খুঁজে বের করতে বেগ পেতে হয় পুলিশকে। পরে তদন্তকারীরা জানতে পারেন, শহরের পঞ্চসায়র এলাকার শতাব্দী পার্কে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি। শনিবার অভিযুক্তর ফ্ল্যাটে যায় ভবানীপুর থানার পুলিশ।
চুরির কথা স্বীকার করে কণাদ দাবি করেন, ওই গয়না বন্ধক দিয়েছেন। বন্ধক সংক্রান্ত নথি রাখা আছে মুকুন্দপুরে বৈশাখী চৌধুরী নামে পরিচিত এক মহিলার ফ্ল্যাটে। এরপর কণাদকে নিয়ে ওই মহিলার ফ্ল্যাটে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, সেখানে নথি বের করার নামে একটি ব্যাগ বের করেন অভিযুক্ত। সবার সামনেই, ব্যাগে রাখা একটি বোতল থেকে তরল পান করে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত। মহিলাকে সঙ্গে নিয়ে বেসরকারি হাসপাতালে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। কিন্তু বোতলের তরলটি ঠিক কী ছিল? পরিচিত মহিলার ফ্ল্যাটে ব্যাগের মধ্যে ওই তরল রাখা ছিল কেন? ঠিক কীভাবে মৃত্যু হল অভিযুক্তর? চুরির গয়না বন্ধক দেওয়ার নথি মহিলা ফ্ল্যাটে কেন রাখা ছিল? মহিলার সঙ্গে কী সম্পর্ক ছিল মৃত ব্যক্তির?এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Abhishek Banerjee: শীঘ্রই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু? দিনক্ষণও জানিয়ে দিলেন অভিষেক