কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। বড়বাজার, চিনার পার্ক, সেক্টর ফাইভের পর এবার নিউটাউনের সেন্ট্রাল মল সংলগ্ন এলাকায় আগুন। স্কুটি চার্জিং স্টেশনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। সেন্ট্রাল মলের কাছে আগুন লাগায় আতঙ্কে স্থানীয়রা।

Continues below advertisement



আরও পড়ুন, ''শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল..'' উদাহরণ টেনে বিস্ফোরক দাবি সুকান্তর, 'মুর্শিদাবাদ ও কাশ্মীর কোথাও যেনও একাকার' !


এদিন দুপুরেও হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে! চারপাশ ছেয়ে গেল কালো ধোঁয়ায়। বড়বাজারের বিধ্বসী অগ্নিকাণ্ডের মাত্র ৪ দিনের মাথায় ফের কলকাতায় ভয়ঙ্কর আগুনের ঘটনা ঘটে সল্টলেক সেক্টর ফাইভে। এক রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সেক্টর ৫ এর এক  দোকানদার বলেন,হঠাৎ আগুন লাগার ব্লাস্টের আওয়াজ শুনি, আমরা দমকলকে ডেকেছি  , শুনেছি এর আগেও এখানে আগুন লেগেছে।সেক্টর ফাইভের এই কারখানায় হলোগ্রাম স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ হয়।


প্রত্য়ক্ষদর্শীদের দাবি, শুক্রবার দুপুর ২টো নাগাদ প্রথম আগুন তাঁদের নজরে আসে।বিভিন্ন দাহ্য রাসায়নিকও মজুত থাকায় মিনিটে ছড়াতে থাকে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তবে কেন আগুন এভাবে বিধ্বংসী আকার নিল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ। দমকলমন্ত্রী   সুজিত বসু বলেন, এখানে কিছু কেমিক্যাল মেটেরিয়াল আছে। এখানে হলোগ্রাম তৈরি হয়। তা আমরা খবর পাওয়ার সাথে সাথেই, আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতেই। গাড়ি (দমকলের ইঞ্জিন) এসেছে। আমরা চেষ্টা করছি, ভিতরে প্রচুর কেমিক্যাল আছে। দাহ্য পদার্থ তো, এগুলো একটু সময় লাগে কন্ট্রোল করতে। যদিও স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে দমকল আসায়, ততক্ষণে বিধ্বংসী রূপ নেয় আগুন।


বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শুক্রবার জোড়াসাঁকো থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। থানার সামনে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ টেনেই তাঁকে খোঁচা দেয় বিজেপি। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'ইমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ।'  বিজেপি নেতা  তাপস রায় বলেন,' এই ঘটনা আবার ঘটবে এবং মুখ্যমন্ত্রী এসে হাস্যকর কিছু কথা, আমি টাফ, আমি রাফ, এই কথা কে শুনতে চেয়েছে, তুমি কাজে প্রমাণ কর, তুমি রাফ অ্যান্ড টাফ। এই কথা বাংলার মানুষ বহু বছর ধরে শুনছেন।' বৃহস্পতিবার বড়বাজারে ঘটনাস্থল পরিদর্শনের পর পার্ক স্ট্রিটের কয়েকটি হোটেল-রেস্তোরাঁ ও কমপ্লেক্সে আচমকা পরিদর্শনে যান মুখ্য়মন্ত্রী। রুফ টপ রেস্তোরাঁগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়েও  প্রশ্ন তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)