রঞ্জিত হালদার ও হিন্দোল দে, গড়িয়া: ভরদুপুরে গড়িয়ার (Garia) মহামায়াতলায় মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা ও এক ব্যক্তি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা: ব্যাঙ্কে ঢোকার মুখে মহিলার ব্যাগ ছিনতাই করল চার দুষ্কৃতী। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ভরদুপুরে শ্যুটআউট শহরের জনবহুল এলাকায়। পালাতে গিয়ে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে, গড়িয়ার মহামায়াতলায়। নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী চক্রবর্তী। তাঁর দাবি, দুপুরে তিনি ব্যাঙ্কে যাচ্ছিলেন। রিকশা থেকে নামতেই সামনে এসে দাঁড়ায় ২টি বাইক। বাইকে থাকা ৪ দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনতাই করে পালাতে যায়। স্থানীয়রা বাধা দিলে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।           

আতঙ্ক এলাকায়: বাকিরা পালিয়ে গেলেও এক দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় মারধর। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সুভাষ শেখ নামে ধৃত দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি। জনবহুল এলাকায় এই ঘটনা ঘটায়, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মহিলার দাবি, ব্যাগের মধ্যে ৭০০ টাকা ও কিছু নথি ছিল। পুলিশের অনুমান, মহিলা ব্যাগ নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন বলে দুষ্কৃতীরা ভেবেছিল ওই ব্যাগে মোটা টাকা আছে। বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে।


চুরির ঘটনায় চাঞ্চল্য: এই ঘটনার ২৪ ঘণ্টা আগে শহরের প্রাণকেন্দ্রে দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গতকাল, বৃহস্পতিবার ভোররাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ঘড়ির শোরুমে ঢুকে লুঠ চালায় দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাত ৩টে ১৫ নাগাদ দুই দুষ্কৃতী শাটার ভেঙে দোকানে ঢোকে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। কর্তৃপক্ষের দাবি প্রায় ৭৫ লক্ষ টাকার ঘড়ি লুঠ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে শ্যামপুকুর থানার পুলিশ।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: WB Weather Update: চৈত্রেই চাঁদিফাটা রোদ, কতদিন পর্যন্ত তাপপ্রবাহ? নামবে স্বস্তির বৃষ্টি?