কলকাতা: চৈত্রেই চাঁদিফাটা (West Bengal Heat Wave) গরমে নাজেহাল বঙ্গবাসী। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বাড়বে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজ্যের বাকি অংশে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। এরপর আগামী ২ থেকে ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজ্যে এখনও জারি তাপপ্রবাহের সতর্কতা।


05.04.24 (হলুদ সতর্কতা)



  • পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধামান, বীরভূমে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

  • দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

  • উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।


06.04.24 (হলুদ সতর্কতা) 



  • পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধামান, বীরভূমে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

  •  দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে একইভাবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


চড়ছে তাপমাত্রা পারদ: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শেষ চৈত্রেই গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। গতকাল রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করেছে পানাগড়। গতকাল সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। ­কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। 


আশার আলো: হাঁসফাঁস গরমের মধ্যেও এদিন আশার কিছুটা বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে আগামী সপ্তাহের শুরুতেই গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে।


উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে তা আরও বাড়বে। আজ, শুক্রবার উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়া হওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: চাঁদিফাটা রোদেই প্রচার, জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী