পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: স্ট্র্যান্ড রোড এলাকায় জেসপ গলিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম শচীন রায়। বছর ৩২-এর শচীনের ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসা রয়েছে।


দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু: পুলিশ সূত্রে খবর, গতকাল বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল। মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর মদের আসরেই শচীনকে সংজ্ঞাহীন অবস্থায় ও রাস্তায় তাঁর বন্ধু সোনুকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে শচীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কয়েকজনকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।                                                         


মদের আসরে বচসা থেকে হাতাহাতি, রক্তারক্তিকাণ্ড। খাস কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। ২টি গ্রুপের সংঘর্ষে স্ট্র্যান্ড রোড এলাকায় জেসপ গলিতে তুলকালাম। মৃত্যু হয়েছে বছর ৩২-এর শচীন রায়ের। তিনি পেশায় ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল। মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি শুরু হয়।  কিছুক্ষণ পর, ব্যবসায়ীর বন্ধু সোনুকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় শচীনকে। পরে হাসপাতালে নিয়ে গেলে শচীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।                                                   

খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে আসে বড়বাজার থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হল, কী নিয়ে বচসা-গণ্ডগোল হল, যাতে একজনের প্রাণ চলে গেল? পুরনো কোনও শত্রুতা? নাকি নেপথ্য়ে অন্য কারণ? এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন: Manik Saha Exclusive: 'ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস' এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা