কলকাতাঃ আজ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মেডিক্যাল টেস্ট (Medical Test)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, ইডি (ED) হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর  পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট করতে হবে।  গত বুধবার সকালে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে মেডিক্যাল টেস্ট করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে ৪৮ ঘন্টা। তাই আজ ফের দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। 


প্রসঙ্গত, নিয়োগ মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত। অর্থাৎ, আরও ১০ দিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ইডি হেফাজত থাকতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এদিন একসঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে কড়া নিরাপত্তায় এদিন তাঁদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে।


উল্লেখ্য, গ্রেফতারের পর হাইকোর্টের নির্দেশে SSKM-এ ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও তা ক্ষণস্থায়ী। সেখান থেকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। এদিকে ওই দিন দুপুর গড়াতেই পার্থ-র শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে  ছেড়ে দেওয়া হবে, বলে জানায় এইমস। রিপোর্ট আসার আগে অবধি, পার্থ-র 'গুরুতর সমস্যা ' ছিল বলে প্রকাশ্য়ে এসেছিল। তবে ভুবনেশ্বর এইমস-র রিপোর্ট আসতেই তা অন্যদিকে মোড় নেয়। এরপরেই পার্থ-কে কলকাতায় নিয়ে আসা হয়।


প্রসঙ্গত, ইডি অভিযানের পর তোলপাড় রাজ্য-রাজনীতি। এসএসি দুর্নীতি মামলায় রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী  পরেশ অধিকারী -সহ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। একুশে জুলাইয় শহিদ দিবসে তৃণমূলের মেগা ইভেন্টের পর ইডি অভিযান স্বাভাবিকভাবেই ঝড় তোলে রাজ্যে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বিপুল পরিমাণ অর্থের পর্দাফাঁস হতেই ঘটনা খুব দ্রুত মোড় নেয় অন্যদিকে। রুদ্ধশ্বাস গতিতে জিজ্ঞাসাবাদের পর পার্থ গ্রেফতারের পর দ্বিতীয় দফায় অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার, বিতর্ক উসকে দেয়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, 'আগামী দিনে বিজেপিতে গেলে ভাল হয়ে যাবেন।'