কলকাতা: রবিবার আজ আপনার শহরে কী দাম পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price) ? মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা অব্যহত।  বাজারে চাহিদা বৃদ্ধির কারণে অপরিশোধিত তেলের এই বৃদ্ধি দেখা গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে দেশে পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি পাওয়ার কোনও আশা নেই। যদিও পরিসংখ্যান বলছে, সারা দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দীর্ঘদিন ধরেই বদল হয়নি। এহেন পরিস্থিতিতে আজ তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে জ্বালানির দর কলকাতায় ? তবে শুধু কলকাতাতেই নয়, দেশের ১০ বড় শহরেরর পেট্রোল-ডিজেলের দর দেওয়া রইল, দেখুন একনজরে।


কলকাতা-সহ দেশের ৪ মহানগরে কী দাম পেট্রোল-ডিজেলের ?


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।


দেশের অন্যান্য বড় শহরগুলিতে কী দাম পেট্রোল-ডিজেলের ?


 ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।


জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।


এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।


জম্মুতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.৫০ টাকা এবং  ডিজেলের লিটার প্রতি দাম ৮৩.২৬ টাকা।


নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা।


নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।


 আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দুর নিশানায়, পাল্টা তোপ অভিষেকের


কীভাবে ঘরে বসেই পেট্রল-ডিজেলের দাম দেখবেন ?


উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা অব্যহত। বিশ্ববাজারে ওঠানামায়, মারাত্মক প্রভাব পড়ছে জ্বালানির ওঠানামায়। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এর নয় থেকে ব্যাতিক্রম নয় ভারতীয় শেয়ার বাজার। এদিকে জ্বালানির দাম না কমার জন্য মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। পাশাপাশি দোসর গ্যাসের মূল্যবৃদ্ধি। সবমিলিয়ে জ্বালানির দামে একরাশ চাপের মুখে গোটা দেশ।