কলকাতা: শুক্রবার শহর কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কী ? বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে এখন স্বস্তি ফিরছে শহরে। তার উপর আজ শুক্রবার। সপ্তাহান্তে বেড়ানোর প্ল্যান করে বসে আছেন অনেকেই। লং ড্রাইভে নিদেনপক্ষে দিঘা হোক কিংবা মুকুটমণিপুর। তার জন্য কালো সোনার দর যদি না বাড়ে তাহলে আর কি, বাঙালি বাড়ির কর্তার একগাল হাসি। এই বাঁচা গেল আর কি ! জ্বালানির জ্বালা থেকে মুক্তি পেলেই শান্তি। আর এসবের জন্য তো অবশ্যই জানা চাই, পেট্রোল, ডিজেলের কী দাম যাচ্ছে আজ ? মন আনচান করে, বেড়ে গেল কি ফের ? তবে আজও মিলল স্বস্তি, অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের কী দাম, চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা-দিল্লি- মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম কী ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৭ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
আজ দেশের বাকি ৬ শহরে জ্বালানির দাম কী ?
নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।
বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।
চণ্ডীগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৪. ২৬টাকা।
লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬টাকা।
জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।
পাটনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.২৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০৪ টাকা।
আরও পড়ুন, আজও বিকেল অবধি বৃষ্টির পূর্বাভাস, কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?
দেশের একাধিক জায়গা এখনও অর্থকষ্টে ভুগছে, তাই পেট্রোল-ডিজেলের দামটা প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে প্রভাব ফেলে। তার জন্য গাড়ি থাকতে হয় কি ! আজ্ঞে না। কারণ এখনও গরীব চাষীরা অকাল বৃষ্টিতে একেই অনেক রাজ্যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তার উপর যদি পেট্রোল-ডিজেলের ধরা ছোয়ার বাইরে যায়, তাহলে তো আর কাঁচামাল টুকু বাজারে পৌঁছে লাভের অঙ্কও সেইভাবে আসে না। সে যতোই বেশি দামে বিক্রি হোক। তবে এই বেশি দামে বিক্রির জেরে অনেকেই পুজোর মাঝে রাস্তার ব্যানারে ভালমন্দ খাবারের অ্যাড দেখেই দিন গুজরান করেন। কারণ কোভিড যে অনেকে চিরতরে নেওয়ার পাশাপাশি অনেককে রোজগার শূন্য করেছে। তাই উমা আসছে তো বটেই, তবে এহেন সময়ে জ্বালানির দাম কমার অপেক্ষায় শহরবাসী।