রঞ্জিত সাউ, কলকাতা: বিদেশি নাগরিকদের টেক সাপোর্টারের নাম করে প্রতারণা (Fraud Case)। ভুয়ো কল সেন্টারে (Fake Call Centre) হানা দিয়ে ১১জন অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করা হয়েছে।


টেক সাপোর্টারের নাম করে প্রতারণা


পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে একেএস কনসালটেন্সি নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল এই প্রতারকরা। সেই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ফোন করতো প্রতারকরা। এরপরই বিভিন্ন নামী সফটওয়্যার কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেখান থেকে টেক সাপোর্টের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। এই প্রক্রিয়ায় প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছিল বলে পুলিশ সূত্রে খবর।


 চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ


এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সেই অফিসে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে ১১জনকে গ্রেফতার করে পুলিশ। অফিস থেকে ২০টির বেশি মোবাইল ফোন, ১০টির বেশি কম্পিউটার সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলার কথা। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।


আরও পড়ুন, শত্রুঘ্নর পর 'নিখোঁজ'-র পোস্টার পড়ল এবার অগ্নিমিত্রার নামেও !


একই মাসে শহরে আরও প্রতারণা


প্রসঙ্গত, এর আগে অক্টোবারের মাঝামাঝি,  শহরে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার অভিযোগ ওঠে। রাতভর অভিযান চালিয়ে ৩২জনকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ।মূলত, 'যে কোনও প্রয়োজনে সহজে মিলবে বড় অঙ্কের ঋণ। বাড়ির ছাদে বা জমিতে মোবাইল ফোনের টাওয়ার  বসালে মাসে মোটা টাকা আয়' ! পুলিশ সূত্রে খবর, এমনই টোপ দিয়ে ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা করা হচ্ছিল সাধারণ মানুষকে। অভিযোগ পেয়ে তদন্তে নামে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । রাতভর তল্লাশি অভিযান চালানো হয় ইপি ব্লকের একটি বহুতলে। গ্রেফতার করা হয় ১২ জন মহিলা সহ ৩২জনকে। উদ্ধার করা হয় বহু নথি। আর এবার একই মাসে ফের প্রতারণার ঘটনা প্রকাশ্যে এল শহরে।