সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজারহাটে একটি বহুতলে কুয়ো  খনন করার সময় বিপত্তি। মাটি চাপা পড়ে আটকে গেছে দুই শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। জেসিবি দিয়ে মাটি সরিয়ে চলছে উদ্ধার কাজ। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। অপর একজন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অতীতেও একাধিকবার এমন মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছে রাজ্য। এর আগে লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকেরই মৃত্যু হয়েছিল। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও কেন শ্রমিক দিয়ে ম্যানহোল পরিষ্কার করানো চলছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। ম্যানহোলকাণ্ডে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেফতার করেছিল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত আলিমুদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদে। কলকাতা লেদার কমপ্লেক্সে পাইপ লাইনের কাজ করতে ম্যানহোলে নেমে তলিয়ে  গিয়েছিলেন তিন শ্রমিক। ডুবুরি নামিয়ে চারঘণ্টা পর তাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল। মৃত শ্রমিকদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতি ও নিরাপত্তা না মেনে শ্রমিকদের কাজে লাগানোর অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই ঠিকাদারকে গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন, পেটের অসুখ নিয়ে ফিমেল ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তরুণী, যা হল ডায়মন্ড হারবার মেডিক্যালে !

চব্বিশের শুরুতে চোপড়ার চেতনাগছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে প্রাণ গিয়েছিল ৪ শিশুর। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা শিশুদের মাটি তলা থেকে উদ্ধার করেছিল। তাদের এরপর চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছিলেন। মূলত চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। সেই নিকাশি নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা সম্প্রসারণের কাজ চলছিল। এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল। আচমকা সেই গভীর নালার মাটি ধসে গিয়েছিল। মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল চার শিশু। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা তাদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকেরা সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ জওয়ান ও চোপড়া থানার পুলিশ।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)