কলকাতাঃ রাজ্যে এসএসসি দুর্নীতি ঘটনার (SSC Scam) তদন্তের পর এদিন গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Arrest Partha Chatterjee)। গতকাল থেকে প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। মূলত শুক্রবার সকালেই রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালায় ইডি (Enforcement Directorate) । তারমধ্যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী-সহ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিকে পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। গোটা ঘটনায় ফেসবুকে তীব্র কটাক্ষ রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)।


 ফেসবুকে পার্থ-অর্পিতার ছবি শেয়ার করে রুদ্রনীল ঘোষ, মমতার সরকারের প্রকল্পকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, 'দুয়ারে গর্ত।' সঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের টুইটকে উল্লেখ করে হ্যাসট্যাগে এভাবেই কটাক্ষ করেছেন তিনি। মূলত, কুণাল ঘোষ বলেছেন,  'ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথা সময়ে বক্তব্য জানাবে।' আর এই প্রসঙ্গ তুলেই নিশানা করেছেন রুদ্রনীল। ইতিমধ্যেই, কম্যান্ট বক্সে একাধিক খোঁচা দেওয়া মন্তব্য পড়েছে। নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম নিয়েও কটাক্ষ করা হয়েছে। 


আরও পড়ুন, 'একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি', ইডি তদন্তে মমতাকে কটাক্ষ দিলীপের


প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলার (SSC Scam) তদন্তে ইডি-র (ED) তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ?  প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইতিমধ্যেই পার্থকে গ্রেফতার করে গাড়ি করে রওনা দিয়েছে ইডি।