কলকাতা: চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম করুণাময়ীতে। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ। আচার্য ভবন অভিযানে নামেন তাঁরা। রাস্তায় বসে হাতে OMR শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। তাঁদের দাবি, যোগ্য-অযোগ্য স্পষ্ট করুক SSC, ২৪ ঘণ্টার মধ্যে তালিকা দিক। 


চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ: যোগ্য হয়েও স্কুলের চাকরি হারাতে হয়েছে। প্রতিবাদে ফের রাস্তায় নামলেন SSC-র চাকরিহারারা। তাঁদের বিক্ষোভ-অবরোধের জেরে ধুন্ধুমারকাণ্ড সল্টলেকের করুণাময়ীতে। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় ২২ এপ্রিল, ২০১৬ সালের প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন।এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও SSC সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের সেই রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

স্কুল সার্ভিস কমিশন যোগ্য-অযোগ্যদের বাছাই না করার কারণেই, আজ তাঁদের চাকরি হারাতে হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারী চাকরিহারারা। এক চাকরিপ্রার্থী বলেন, “এখনও পর্যন্ত SSC-র সাইট থেকে OMR শিট ডাউনলোড করা যাচ্ছে। তাহলে যদি OMR শিট ডাউনলোড করা যায়, আমাদের মিরর ইমেজ আছে। SSC চাইলে যোগ্য-অযোগ্য ফারাক করতে পারে। কিন্তু ওরা ইচ্ছা করে দ্বিচারিতা করছে। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের লিস্ট দিতে হবে।’’ স্কুল সার্ভিস কমিশনকে নিশানা করে আরেক চাকরিপ্রার্থী বলেন, “কমিশন সমস্যা তৈরি করেছে, কমিশনের হাতেই সমাধান। কমিশন যোগ্য লিস্ট দিয়ে দিক, সকল সমস্যা দূর হয়ে যাবে।’’


SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এদিন আচার্যসদনের উদ্দেশে এসেছিলেন চাকরিহারারা। কিন্তু তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই রাস্তায় বসে পড়েন তাঁরা। মাইকিং বিক্ষোভকারীদের রাস্তায় বসে পড়ার অনুরোধ করে পুলিশ। চাকরি হারিয়ে আচার্যভবনের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। কিছুক্ষণের জন্য সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এক বিক্ষোভকারী বলেন, "আমরা যোগ্য চাকরিপ্রার্থী হয়েও, আমরা যোগ্য শিক্ষক। তাহলেও আমাদের কেন পথে নামতে হবে? অযোগ্য কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের জন্য, আজ আমাদের যোগ্যদের পথে নামা। আমরা এর জবাব চাই SSC-র কাছে। আমাদের OMR শিট প্রকাশ করুক।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bongaon Money Recover: বনগাঁ টাউন মার্কেটে হানা, ভোটের আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকা