কলকাতা: 'যোগ্য' চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী (Narendra Modi)। বর্ধমানের জনসভা থেকে আইনি সহায়তার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের শাসক দলকে নিশানা করলেন তিনি। 


আশ্বাস প্রধানমন্ত্রীর: SSC-তে নিয়োগ দুর্নীতি মামলায়, ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগই, অবৈধ বলে জানিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। বাতিল করে দেওয়া হয় পুরো প্যানেল। হাইকোর্টের রায় অনুযায়ী, বাতিল হয়ে গিয়েছে অতিরিক্ত শূন্যপদের সব চাকরিও। চাকরিহারাদের এই তালিকায় রয়েছেন যোগ্যরা। এদিন নির্বাচনী সভা থেকে তাঁদের কথাই উঠে এল নরেন্দ্র মোদির ভাষণে।  এদিন প্রধানমন্ত্রী বলেন, "চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে যে যোগ্য়রা চাকরি হারিয়েছে তাঁরা কী সমস্যায় আছেন তা বুঝতে পারছি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোকও আছে। যাঁরা সত্যি শিক্ষকের এই চাকরির অধিকারী। বাকিদের পাপের কারণে নির্দোষরাও সমস্যায় পড়েছেন। চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি। তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা। যাঁরা সৎ, যাঁদের ডিগ্রি ঠিক আছে, তাঁদের সহায়তা দেবে বিজেপি। ন্যায় বিচারের জন্য তাঁদের পাশে থাকবে বিজেপি।''


গত ২২ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দেয়, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদেরকে ফেরত দিতে হবে বেতনের টাকা। ফাঁকা OMR শিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাঁদেরকেও ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। প্রাপ্ত বেতনের টাকা ফেরতের পাশাপাশি দিতে হবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ। যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন তাঁদের টাকা ফেরত দিতে হবে। প্যানেলের বাইরে যাঁদের নাম রয়েছে তাঁদের এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শূন্যপদ তৈরি করে যাঁদের চাকরি দেওয়া হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, SSC ও মধ্যশিক্ষা পর্ষদ।


এদিন বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পের টাকা নিয়ে তোলাবাজি চালাচ্ছে তৃণমূল। 'তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ যুবককে প্রতারিত করেছে। টাকা গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে গিয়েছে। এদের কেউ মানুষও চেনেন।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bongaon Money Recover: বনগাঁ টাউন মার্কেটে হানা, ভোটের আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকা