কলকাতা: চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ইস্যুতে এদিন ফের প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। উল্লেখ্য, মিছিলকে কেন্দ্র করে ফের পুলিশের (Police) সঙ্গে সংঘাত চাকরিপ্রার্থীদের (Job Seekers)। এদিন চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। সুবোধ মল্লিক স্কোয়ারে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আসা মিছিল এখানেই আটকে দেওয়ার পরিকল্পনা পুলিশের।উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার দাবি। মূলত চাকরির দাবিতে চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলা পর্যন্ত মিছিল।শুরুতে পুলিশের সঙ্গে সংঘাত হলেও পরে ধর্মতলায় পৌঁছয় মিছিল।
এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'আন্দোলনের ৬০০ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু প্রতারণার পার হয়ে গিয়েছে ৮ বছর।আজকে আমরা আন্দোলন দেখছি, মামলা দেখছি, মামলাকারীদের দেখছি। আইনজীবীদের দেখছি, বিভিন্ন সময় বিচারপতিদের মন্তব্য শুনছি। কিন্তু নিয়োগ শুরু হচ্ছে না।' প্রসঙ্গত, শনিবারও মিছিলকে কেন্দ্র করে ফের পুলিশের সঙ্গে সংঘাত চাকরিপ্রার্থীদের। হকের চাকরির দাবিতে মিছিল। দুর্গাপুজোর পর কালীপুজোও কেটেছে SSC চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় রয়েছেন SSC চাকরিপ্রার্থীরা । উৎসবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা।
এবার পুজোয় রাজ্যবাসীর মনে কাঁটার মতো বিঁধেছে চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে আন্দোলন। এই সমস্যার সমাধান না হলে মানুষের মনে শান্তি আসবে না। সম্প্রতি এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।ভরা পুজোর মাঝে যখন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়, রাস্তাঘাটে আলোর রোশনাই, তখন ভিন্ন দৃশ্য শহরের একপ্রান্তে। উৎসবের চিহ্নটুকুও নেই, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনে। কারোর চোখে জল, কারোর আবার কথা বলতে গিয়ে গলা বুজে আসছে। ঝাপসা হচ্ছে চোখ, পরিবারের কথা বলতে গিয়ে ধরে রাখতে পারছেন না চোখের জল। বঞ্চনার অভিযোগে উৎসবের দিনেও রাস্তায় অবস্থান করছেন তাঁরা। ঘর-বাড়ি ভুলে নিয়োগের দাবিতে সরব তাঁরা।দুর্গাপুজো কেটেছে রাস্তায় বসে।কালীপুজোয় গোটা শহর আলোর উত্সবে মাতলেও, অন্ধকারেই রইলেন চাকরিপ্রার্থীরা। ভাইফোঁটা নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন SLST-র একজন চাকরিপ্রার্থী।
আরও পড়ুন, কেন ডিএ দিচ্ছে না রাজ্য? যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলনের জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও। SSC-কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা একের পর এক বৈঠক করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের নিয়োগের দাবির সুরাহা হয়নি। আলোর উত্সবের শহরে পরিবার ছেড়ে ম্লান মুখে রাজপথের এককোণে বসে রয়েছেন তাঁরা। ভাইফোঁটায় ধর্নামঞ্চে এসে আন্দোলকারীদের মিষ্টি খাওয়ালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিজেপির (BJP)। শাসকদলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি।