করুণাময় সিংহ, মালদা : আবাস যোজনায় দুর্নীতির (Abash Yojona Scam) অভিযোগ উঠল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। এক গ্রামবাসীকে বঞ্চিত করে অন্যকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের (TMC)। এই ইস্যুতে বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে। যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন তৃণমূল নেতা।


একজনের টাকা পাচ্ছেন অন্যজন


অভিযোগকারীর মায়ের মৃত্যু হয়েছে অনেক দিন আগে। কিন্তু তাঁর মায়ের নামে ইস্যু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন অন্যজন! চাঞ্চল্যকর এই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর নাম।


অভিযোগকারী মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের বাগমারা পূর্ব বুথের বাসিন্দা। মহম্মদ মালেকের দাবি, ২০১৪ সালে তাঁর মায়ের নাম উঠেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। পরে তাঁর মা আরিফা বিবির মৃত্যু হয়। সরকারি নিয়ম অনুযায়ী, আবাস যোজনায় ঘর পাওয়ার কথা ছিল মালেকের। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যর স্বামী রুকসেদ আলি ঘর তৈরির টাকা অন্য কাউকে পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ।


নেপথ্যে কি কাটমানি?


বিডিওর কাছে অভিযোগ জানানোর পাশাপাশি সুরাহা না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিপিএম নেতা জুলফিকার আলম বলেছেন, 'বিডিও ব্যবস্থা না নিলে আমরা আদালতে যাব'। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন।


সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। তাতে দুর্নীতি রুখতে জেলাশাসকদের সতর্ক করেছে রাজ্য। এই পরিস্থিতিতে সরকারি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়াল খোদ শাসকদলের নেতার। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতির বক্তব্য, বিডিও-র কাছে লিখিত অভিযোগ হয়েছে। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না।


হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিওর আশ্বাস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


কয়েক মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির অর্থ বরাদ্দ হলেও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা বলে অভিযোগ উঠেছিল। বীরভূমের (Birbhum) ইলামবাজারে সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি (BJP)। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল। দু’বছর ধরে ভিত তৈরির পরেও, গাঁথা হয়নি নতুন কোনও ইট। পড়ে থেকে আগাছায় ভরে উঠেছে জমি। টাকার অভাবে অধরা রয়ে গেছে পাকা বাড়ির স্বপ্ন! এখনও কাঁচা বাড়িতেই দিন কাটছে বীরভূমের ইলামবাজারের বাসিন্দা বোধন মূর্মুর।


আরও পড়ুন- বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ, নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের