কলকাতা: সল্টলেকের (SaltLake) করুণাময়ীতে টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ চতুর্থ দিন। অনশনের ৫২ ঘণ্টা, ধর্নার ৭৩ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে চাকরিপ্রার্থীদের, জানিয়েছে পর্ষদ। দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছি, ফের ইন্টারভিউ কেন? প্রশ্ন আন্দোলনকারীদের। এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার (Saukanta Majumdar) এবং পর্ষদকে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি। পাল্টা নিশানা করলেন তৃণমূলের হেভিওয়েট শান্তনু সেন (Santanu Sen)। 


শান্তনু সেন বলেন,  বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের মতামত অনুযায়ী, বিজেপির একজন অযোগ্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আজকে ওই আন্দোলনকারীদের কাছে গিয়েছেন। এর আগে বিজেপির ক্যাডাররা যে মাংস বিক্রি করে, যে  ঘুঘনি বিক্রি করে তাঁদের আন্দোলনকারীদের মাঝে পাঠিয়ে দিয়েছিল।  এখন দেখছে যে, নিজেকে যেতে হবে, কারণ না হলে ঘোলা জলে রাজনীতি করা যাবে না বলে তোপ দাগেন শান্তনু সেন। তাই সরাসরি নিজে গিয়ে বিভ্রান্ত করে বিপথে চালিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য শান্তনুর। 


 প্রসঙ্গত, সুকান্ত বলেন, 'হীরক রাজার দেশেও রাজা তার নিজের মূর্তি তৈরি করেছিলেন। জনগণ সেখানে স্লোগান দিয়েছিলেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়বো। এই রানিকে খানখান করে ছাড়বো। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। ধমকানো, চোখ দেখানো, আমরা এক বছর দেখে নিয়েছি আর দেখতে রাজি নয়। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, আমরা শান্তিপ্রিয় মায়ের ছেলে আমরা।  কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতেও তুলতে ভয় পায় না।মায়ের উপর যখন আঘাত আসবে তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হব।'


আরও পড়ুন, 'নিজের ওয়ার্ডে জিততে পারেন না', সুকান্তর হুঁশিয়ারির পর নিশানা কুণালের


চাকরি ইস্যুতে তিনি আরও বলেন, 'যারা অনশন করছে চাকরি হয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কথা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, রাজ্য সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ক্ষমতায় এলে কেউ চুরি করে চাকরি করতে পারবে না। কেন্দ্রীয় সরকার যখন অনলাইনে পরীক্ষা নেয় সেই রকম অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করব যাতে উপযুক্ত তারাই চাকরি পাবে। ঘুষ দিয়ে চাকরি করতে পারবে না। যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে।