কলকাতাঃ শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) উদ্বোধন নিয়ে বিতর্ক উসকে গেল কুণাল-ফিরহাদদের টুইট-মন্তব্যে। শিয়ালদহ মেট্রো উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন পত্র পাঠানো নিয়ে ইতিমধ্যে জল গড়িয়েছে। নাম আছে, নাম নেই এই নিয়ে গত কয়েকদিনই শিরোণামে রাজ্য-কেন্দ্রের চাপা সংঘাত। আর শিয়ালদহ মেট্রো উদ্বোধনের দিনেই ফের টুইটে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।






আরও পড়ুন, শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের আগে কুণালের তোপে রেলমন্ত্রী !


প্রসঙ্গত,  শিয়ালদহ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে। রেল সূত্রের খবর আসে,  আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে জানা যায়, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এদিকে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, একজন কেন্দ্রীয়মন্ত্রী আসছেন। তাঁর সঙ্গে স্থানীয় সাংসদ এবং বিধায়ককে আমন্ত্রণ করা হবে। আর সেই আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসতেই শুরু হয় ফের বিতর্ক। এরপরেই এদিন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ বলেন, কী ভেবেছে মেট্রো রেল ? আগের রাতে একটা কার্ড দিয়ে এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ? এরপরেই তিনি ক্ষোভ উগরে বলেন, বিভেদকামীদের ভিক্ষে আমরা চাই না। এই সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। কোথায় ছিল বিজেপি ? প্রশ্ন তোলেন তিনি।


উল্লেখ্য এদিন উদ্বোধন হল ইস্ট-ওয়েস্টের শিয়ালদা মেট্রো। বৃহস্পতিবার থেকে মেট্রো চলবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। যাত্রী সংখ্যা বাড়ার ভাবনায় সেদিন থেকে মেট্রোর পরিষেবা বাড়িয়ে একশো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে স্থানীয় তৃণমূল সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ব্রাত্য থাকায়  ফের বিতর্কের ঝড় ওঠে।