ঝিলম করঞ্জাই , কলকাতা :  করোনার বাড়বাড়ন্তে দু’বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের চালু হতে চলেছে জলবাহিত রোগের ওপর নজরদারি। নাইসেডের তরফে একথা জানানো হয়েছে। সম্প্রতি দুই কলেরা রোগীর সন্ধান মিলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বর্ষার মরশুমে জলবাহিত রোগে দ্রুত নজরদারি চালু করতে চায় নাইসেড।

দুই কলেরা আক্রান্তের হদিশ শহরে
শ্যামবাজার আর ডানলপ, উত্তর কলকাতা আর উত্তর শহরতলির দুই জায়গায় । ইতিমধ্যে দুই কলেরা আক্রান্তের হদিশ মিলেছে। আর সেই সূত্রেই তৈরি হয়েছে উদ্বেগ। বর্ষার মরশুমে জলবাহিত রোগের বাড়বাড়ন্ত কী তাহলে শুরু হয়ে গেল?  কারণ গত বছরও উত্তর ২৪ পরগনার কামারহাটি অঞ্চলে কলেরার সংক্রমণ ছড়িয়েছিল! হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে।এই পরিস্থিতিতে করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর, রাজ্যে ফের চালু হতে চলেছে জলবাহিত রোগের ওপর নজরদারি।


নাইসেড ( National Institute of Cholera and Enteric Diseases )  অধিকর্তা শান্তা দত্ত জানালেন, কোভিডকালে বেশকিছু সময় বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে এই সার্ভেইল্যান্স।

আরও পড়ুন : 


আতঙ্ক বাড়াচ্ছে দেশের করোনাগ্রাফ, রাজ্যে সেন্টিনেল সার্ভেতে উদ্বেগ-ছবি


ব্যাকটেরিয়া সংক্রমণে নজরদারি

কলেরা, সালমোনেলা টাইফাস-সহ অন্যান্য জলবাহিত ব্যাকটেরিয়া সংক্রমণে নজরদারি চালায় নাইসেড।  স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে এই কাজ করে তারা। বর্ষার মরশুমে যে ধরনের জলবাহিত রোগের প্রকোপ বাড়ে, তার মধ্যে কলেরা অন্যতম। তাই এই সময় দ্রুত নজরদারি চালু করতে চায় নাইসেড। 


বেলেঘাটা আইডি হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতাল, ও বিধাননগর জেলা হাসপাতাল, এই ৩ হাসপাতালের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি চালাবে নাইসেড।  

রাজ্যে বাড়ছে কলেরা
করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ডানলপে কলেরা আক্রান্তের হদিশ মিলেছে। আক্রান্ত হন ৬২ বছরের ব্যক্তি ডানলপের বাসিন্দা। সঠিক সময়ে রোগ চিহ্নিত না হলে, প্রাণঘাতী হতে পারত, বলছেন চিকিত্‍সকরা। গত বছর উত্তর ২৪ পরগনার কামারহাটি অঞ্চলে কলেরার সংক্রমণ ছড়িয়েছিল!  হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে!