হিন্দোল দে, সুনীত হালদার, হাওড়া : দ্বিতীয় হুগলি সেতুতে শনিবার সাত সকালেই পথ দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় একটি বড় মাল বোঝাই কন্টেনার ডিভাইডারের ধাক্কা খেয়ে উল্টে যায়। লরি থেকে কন্টেনারটি খুলে ডিভাইডারে আটকে যায়। অল্পের জন্য রক্ষা পান ড্রাইভার এবং খালাসি। দ্বিতীয় হুগলি সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতু সবসময়েই ব্যস্ত থাকে। সারা সপ্তাহ জুড়েই গাড়ির চাপ থাকে এই রাস্তায়। উইকেন্ড শুরুর দিনেই সাত সকালে এই দুর্ঘটনার জেরে কিছুটা প্রভাব পড়েছে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচলের ক্ষেত্রে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালের দিকেই দ্বিতীয় হুগলি সেতুতে এই দুর্ঘটনা ঘটেছে। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় মাল বোঝাই একটি কন্টেনার। লরি থেকে কন্টেনারটি খুলে ডিভাইডারে আটকে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক ও খালাসি। ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল ৭টা ৪৫ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতার দিকে আসার সময়, দ্বিতীয় হুগলি সেতুর ওপর ঘটে এই অঘটন। আপাতত দুই দিকেই ধীর গতিতে চলছে যানবাহন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ডের পুলিশ। কন্টেনার সরানোর জন্য আনা হয় রেকার। কীভাবে কন্টেনারটি উল্টে গেল, কেন নিয়ন্ত্রণ হারাল, গতি কি বেশি ছিল, এইসব দিকই খতিয়ে দেখা হচ্ছে। আশার খবর একটাই যে, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায়।
আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে কন্টেনারটি। তারপর ডিভাইডারের উপরেই উল্টে যায় মাল বোঝাই কন্টেনারটি। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছেন কন্টেনারের চালক এবং খালাসি। কোনওমতে বেরিয়ে আসেন তাঁরা। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কন্টেনারের গতি আরেকটু বেশি থাকলে মারাত্মক বিপদ হতে পারত। যেহেতু ডিভাইডারের মাঝ বরাবর কন্টেনারটি উল্টে গিয়েছে, তাই দু'দিকের রাস্তাতেই (কলকাতাগামী ও হাওড়াগামী ২ লেনেই) যান চলাচল শ্লথ গতিতে হচ্ছে। তবে রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়নি, এটাই আশার খবর। দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয় বিদ্যাসাগর ট্র্যাফিক গার্ডের পুলিশ। দ্রুত উল্টে যাওয়া কন্টেনারটি সরানোর কাজ শুরু হয়।