কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) আলিপুর ক্যাম্পাসে আক্রান্ত এসএফআই (SFI)। এসএফআই সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে আহত ২ এসএফআই সমর্থক (SFI Supporter)। এসএসকেএমে (SSKM) চিকিৎসা করাতে গেলে জরুরি বিভাগে ঢুকেও মারধরের অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদের। ইউনিয়ন রুম দখল করতে বাধা দেওয়া হয়েছে, দাবি টিএমসিপির।
তেইশের শুরুতে জানুয়ারির শেষের দিকে, কলকাতা মেডিক্যাল, যাদবপুরের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অবস্থানে বসেছিল SFI সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানায় প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেছিল মেডিক্যাল পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখিয়েছিল SFI ও ফেটসু।
দাবি ছিল প্রথমত, ছাত্র ভোট করতে হবে। কলকাতা মেডিক্যাল কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরপরই, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি, কলেজে কলেজে ছাত্র-সংসদ নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী। এর পরই, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানে বসেন SFI-এর সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানায় প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন।
এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, তাঁদের দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে, ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু। ছাত্রভোটের দাবিতে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনে এসে SFI ও ফেটসুর সদস্যদের বিক্ষোভের মুখে পড়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। ছাত্রভোট চেয়ে চলে স্লোগান। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানান রাজ্যপাল।
আরও পড়ুন, বাড়ির পরিচারিকার চোখেই পড়ল ধরা, বড় বিপদ এড়াল গোবরডাঙা
ছাত্রভোটের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ওঠে মুহুর্মুহু স্লোগান। শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে, পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন, আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে ঢোকা এবং বেরনোর সময় টানা বিক্ষোভ দেখায় সেসময় SFI ও ফেটসুর সদস্যরা।