কলকাতা: পার্কস্ট্রিট থানার (Park Street) মধ্যেই, মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। গতকাল অভিযুক্ত SI-কে গ্রেফতার করে জেল হেফাজত চায় পুলিশ। কিন্তু সকালে গ্রেফতার হলেও বিকেলে জামিন পেয়ে যায় অভিযুক্ত। সাব ইনস্পেক্টরের আইনজীবীর দাবি, পুরোটাই চক্রান্ত। মিথ্য়ে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। 


শ্লীলতাহানির অভিযোগ: পার্কস্ট্রিট থানায়, সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনায়, রবিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত সাব ইনস্পেক্টর অভিষেক রায়কে। ২৪ ঘণ্টার মধ্য়ে আদালত থেকে জামিন পেলেন তিনি। তাঁকে ফাঁসানো হয়েছে। অভিযোগকারী মহিলা সিভিক ভলান্টিয়ার মিথ্য়ে বলছেন বলে সোমবার আদালতে দাবি ধৃত সাব ইনস্পেক্টরের আইনজীবী। সম্প্রতি, পার্কস্ট্রিট থানার ভিতরই মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাব ইনস্পেক্টর অভিষেক রায়ের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিণী। সূত্রের খবর, অভিযোগপত্রে তিনি দাবি করেন, রাত ১ টা ১০ মিনিট নাগাদ থানার ৪ তলার রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান সাব ইনস্পেক্টর অভিষেক রায়। পুজোর উপহার হিসাবে সালোয়ার কামিজ দেন। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ওই সাব ইনস্পেক্টর।


মহিলা সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, সেই সময় এসআই মত্ত ছিলেন। এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক অভিযোগ করেন মহিলা সিভিক ভলান্টিয়ার। যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত, সেই থানাই তাঁর অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেন তিনি। এমনকী, ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলেও অভিযোগ। পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, স্বরাষ্ট্র দফতর, ডিসি সাউথ পার্কস্ট্রিট থানার ওসিকে-ও চিঠি লেখেন অভিযোগকারিণী সিভিক ভলান্টিয়ার। তাঁর দাবি গত মাসের ২৪ তারিখও কম্পিউটার রুমে একই ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। সেক্ষেত্রেও অভিযুক্ত ছিলেন ওই সাব ইনস্পেক্টর। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। অভিষেক রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। রবিবার গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার, অভিযুক্তকে ব্য়াঙ্কশাল কোর্টে তোলা হলে, ধৃতের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি বলেন, সাব ইনস্পেক্টরের জন্য় কোনও আলাদা বিশ্রামকক্ষ নেই। তাঁকে ফাঁসানোর জন্য় চক্রান্ত করা হয়েছে। সরকারি আইনজীবী ধৃত সাব ইনস্পেক্টরের জেল হেফাজতের আবেদন করেন। কিন্তু, সওয়াল-জবাবের পর, ধৃতের জামিন মঞ্জুর করে ব্য়াঙ্কশাল আদালত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Junior Doctors Protest:সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন, মহামিছিলের ডাক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের