সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকাল সাড়ে ৪টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব।
ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ২জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হল। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের সদস্য সত্যদীপ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং এই অনশনমঞ্চে আমরা প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিচ্ছি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিকাল সাড়ে ৪টার সময় এক মহামিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি।
জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সব জুনিয়র ডাক্তারকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব। মনোজ পন্থ বলেন, "এই অনুরোধটাই আমি করছি, তাঁদের কাজে যোগ দেওয়া উচিত। তাঁদের অধিকাংশই কাজে যোগ দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করছি, কাজে ফেরার জন্য।"
শনিবার, রাত সাড়ে ৮ টা থেকে, ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে সোমবার সকালেও পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদ হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধেয় অনশনস্থলে চৌকি, টেবিল-চেয়ার নিয়ে যেতে বাধা দিলে, বউবাজার থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুনিয়র ডাক্তারদের। ধর্মতলার পাশাপাশি এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন শুরু করেছেন। আর, এদিনই, ধর্মতলায় জুনিয়রদের সঙ্গে ২৪ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ৬ জন সিনিয়র চিকিৎসকের পাশাপাশি ৪ জন সাধারণ মানুষও প্রতীকী অনশনে বসেছেন।
কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক কোয়েল মিত্র বলেন, "জুনিয়ররা যেখানে আমরণ অনশন করছেন, আমরা সিনিয়র হয়ে...ওঁরা তো আমাদেরই ছেলে-মেয়ে। সেখানে আমাদের গলা দিয়ে কি ভাত নামে ? অদ্ভুতভাবে প্রশাসনের তরফ থেকে একটাও বক্তব্য তো আসেইনি ওঁদের সমর্তনে। বরঞ্চ খুব কুরুচিপূর্ণ কথাবার্তা আসছে। সেগুলো আমরা মেনে নিতে পারছি না। যদি আমাদের দিকে তাকিয়েও মাননীয়া একটু ভাবেন এবং কিছু করেন...।"
এদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেছে পুলিশ কমিশনারের গলায়। মনোজ ভার্মা বলেন, 'এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।'
স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে